গাঙের তীরে গেলাম যহন, সুরুয ডুবার পরে,
চাইয়া দেহি তীরের বালুত কি জানি কি নড়ে।
হাতে নিয়া দেহি ওমা ছোট্ট মতন দুল।
গাঙের পানি,চান্দের আলোয় হইয়া গেছে ফুল।
.
লুঙ্গি কোচর বাইন্ধা শ্যাষে,গাঙের পানিত নামি,
ডিঙির তলে ছলাৎ ছলাৎ,উপ্রে বইয়া আমি।
নরম পানিত জাল ছাড়িলে,ছপাত কইরা ছুটে,
রুই কাতলের গুষ্টি কিলাই,ট্যাংরা পুটি উঠে।
।
চান্দের আলো ডুইবা গ্যালে,বাড়িত ফিরা যাই।
ঘরের মাজে ঢুইকা দেহি,বউতো বাড়িত নাই।
বউ গেলা কই? বউ গেলা কই?এহান ওহান খুজি।
লাউ মাচাঙের ওইপাশেতে,বউ এর আচল বুজি।
।
ট্যাংরা পুটি,নরম থালে,মাইখা বেবাক ভাত,
দুইজনে খাই খুইলা পরান,বাইরে পোয়ায় রাত।
ছাওয়াল ঘুমায় চাদ্দর তলায়,ভাত বাসিডি খাইয়া।
ট্যাংরা পুটি রাখসি কিছু,খাইবো ছাওয়াল নাইয়া।
।
ও সোনাবউ ও সোনাবউ গাঙের ধারে দ্যাহো।
হাজার হাজার চান্দের ফুলক,কেম্নে নিভা গেলো।
সাম্নের মাসে গ্যালে মেলাত, নোলক কিনা দিমু।
ছাওয়াল রে আর বউ তুমারে,নাগর দোলাত নিমু।
.
অচলডাঙা গেরাম আমার, গাঙের পাড়ে বাড়ি,
রুই কাতলের আশায় বইয়া,ট্যাংরা পুটি নারি।
সুরুজ জ্বলা থাইমা গ্যালে,চান্দের আলোত সুক,
লুঙ্গি পুরান কোচর দিয়া,বান্ধি আশাত বুক।
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৮ রাত ৮:১৩