বাস্তবতার কাঁচভাঙা ফুটপাতে,
এখন আর কেউ হাত ধরে হাটবেনা।
খামখেয়ালীর ছাইরঙা সন্ধ্যাতে,
হলদে সবুজ শাড়ি,খোপায় গাঁথা শিউলী মালার কেউ,
টুকরো টিপের আবদারে ভিজবেনা।
পাঁচ টাকা দশ টাকাই,
পাঁচ বিকেলের সুখ বয়ে আনবেনা।
.
সত্যি ভীষন খুশি।
নীল ওয়ালেটের শেষ কটা পয়সাতে,
লালচে কাঁচের চুড়ি,
সস্তা কানের দুল কেনা লাগবেনা।
শূন্য পকেট তবু,
শহরজুড়ে মনদুটো হাটবেনা।
.
পাগলা হাওয়ার তোড়ে,
বৃষ্টি হবে ভীষন ঝড়ের সাথে।
রাস্তার মাঝখানে,
কালো ফ্রেমে ঘেরা চশমা আমার একটানে খুলে ফেলে,
হাত ধরে কেউ বৃষ্টিতে ভিজবেনা।
.
সত্যি ভীষন খুশি।
বুক পকেটের মাঝে,
রূপোর রঙের নূপুরটা থাকবেনা।
.
ব্যস্ত ভীষন ব্যস্ত শহর মাঝে,
সাদাকালো সব গল্পের ঘোরাফেরা।
বিকেলের শেষে সাঁঝের গল্প শুরু,
একলা আমার স্বপ্নেরা সব ছেঁড়া।
.
চাইনি তবু স্বাধীন হয়ে গেছি।
স্বাধীন আমি কষ্টেতে তাই পুড়ি।
শূন্য খাতা শূন্য পড়ে থাকে।
মধ্যরাতের ঘুমগুলো হয় চুরি।
.
এই ভাবেতেই যাচ্ছে জীবন যাক।
বুক পকেটের নূপুরটা যার ছিলো,
নূপুর ছাড়াই সে জন ভালো থাক।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ সকাল ১০:৫০