সকালে ঘুম থেকে উঠে ঈদগাহের মাইকের আওয়াজে বলে-৯ টায় ঈদের নামাজ আদায় হবে । গোসল করে পায়জামা পাঞাবি পরে বের হলাম ঈদগাহ ময়দানে । মেঘলা আবহাওয়ার মধ্যে নামাজ শুরু হল । ইমাম সাহেব খুতবা শেষে দেশ ও জাতি
সব মুসলিমদের জন্য আল্লাহ তায়ালার কাছে মঙ্গল কামনা ও গুনাহ ক্ষমা চাইল, আল্লাহুম্মা আমিন বিশ্বাসে সবাই মুনাজাত শেষ করে ময়দান থেকে বের হলাম কবরস্থানের যিয়ারতের উদ্দেশ্যে । সবাইকে সালাম এবং কুলাকুলির মধ্যে বাসায় আসলাম , মা কে সালাম ও কদমবুচি করলাম ।
এইবার সালামির পালা
ছোট ছোট আন্ডা বাচ্চাদের ৫,১০ ও ২০ টাকার মধ্যে কোনমতে ম্যানেজ করলাম ।
এরপর তো বৃষ্টি !! প্রায় ঘন্টাখানেক বৃষ্টির পর রোদের দেখা পেলাম । আমার খালাত ভাই এসে বলে-চল ঘুরে আসি ।নিজবাড়ি,এলাকায় ও খালার বাড়ি মামার বাড়ি সব জায়গায় একসাথে বেড়ালাম । পরের দিন গেলাম বোনের বাড়িতে আর দুরের এক আত্মীয় বাড়িতে ।
ফুফুর বাড়ি আর তালইর বাড়ি যেন একদম কাছে তাই সবার আগে যাওয়া হয় ওখানে । এরপর রাতে সব বন্ধুরা একসাথে হয়ে ২০০ টাকা চাঁদা উঠিয়ে বিশাল পিকনিকের আয়োজন করলাম । আনন্দ আর ফুর্তির মাঝে বিরিয়ানি খেলাম ।
পরে পরে হরতালের বিষন্নতা যেন আনন্দের মাঝে বাধা হয়ে দাড়াচ্ছে । হরতালের কারণে একদিন আগে চাকরিতে যোগদান করলাম ।