আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব খুব সাধারন একটি ঘটনার,যেটি আপনার জীবনে ঘটে গেলে আপনি হয়ে উঠতে পারেন অসাধারন। (মজা করলাম)
আমার খুব কাছের এক বন্ধুর বড় ভাই মোবাইলের ব্যাবসা করেন।
মোবাইল হ্যান্ডসেট বিক্রি, ফ্লেক্সিলোড, ইন্টারনেট ব্রাউজিং ইত্যাদি ইত্যাদি সেবা প্রদান করে থাকেন। গ্রামীনফোন এর কমউনিটি ইনফরমেশন সেন্টার টিও তিনি পরিচালনা করেন। মফস্বল হওয়াতে চাহিদা ও খুব । অনেকে আসছে বিভিন্ন পরীক্ষার ফলাফল বা ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য, প্রচুর পরিমান ইমেইল করছেন, কেউ পাসপোর্ট পাঠাচ্ছেন , কারো বা ভিসার প্রিন্টেড কপি আসছে। অনেকে ছবি পাঠাচ্ছেন তার প্রবাসী আত্মীয়ের কাছে। আমার ভাবতে বেশ ভালো ই লাগে, দেশ ডিজিটালাইজ্ড হচ্ছে। তবে সেখানে সরকারের ভুমিকা কতটুকু আমি জানি না, আমাদের প্রয়োজন আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে ডিজিটালাইজেশনের পথে।
এবার আসল কথায় আসি,
আজ অনেকদিন পর সে দোকানটিতে বেশ কিছুটা সময় কাটিয়েছিলাম, বৃষ্টিতে বের হতে পারিনি বলে। আমাদের সেই বড়ভাই আবার এবারের নির্বাচনে পৌর কাউন্সিলর হয়েছেন। এখন আমার বন্ধু ই দেখাশোনা করে। দেখলাম অবসর সময়ে আমার বন্ধুটি আর তার দোকানের কর্মচারী একগাদা ন্যাশনাল আই ডি কার্ডের ফটোকপি আর ছবি বের করে বসেছে, সাবস্ক্রাইবার এক্টিভেশন ফর্ম পুরন করবে বলে।আমি হাতে নিয়ে দেখলাম একই লোকের অনেকগুলো করে ছবি আর অনেকগুলো ন্যাশনাল আই ডি কার্ডের ফটোকপি ।
আমি অবাক হওয়াতে আমার বন্ধু বললো অবাক হওয়ার কিছুই নাই। অনেকেই সিম কিনতে ছবি বা আই ডি কার্ড এর কপি নিয়ে আসে না। আর এসব ছারা সিম কার্ড বিক্রি নিষেধ, কোম্পানি ঝামেলা করে। তখন আমি জানতে চাইলাম এত আইডি কার্ড আর ছবি কোথা থেকে আসে, তখন ও যা বললো তা হলো এরকম:-
‘‘যখন কউ তার আই ডি কার্ড আর ছবি নিয়ে আসে তখন সেটাকে স্ক্যান করে রেখে দেই, পরে যখন কোন লোক আই ডি কার্ড আর ছবি ছাড়া সিম কিনতে আসে তখন ওখান থেকে যে কোন একটা প্রিন্ট করে দিয়ে দেই। তবে মানুষের সামনে যাতে ঝামেলা না হয় এজন্য একেকটার কয়েক কপি করে রাখা আছে। তবে যদি কেউ নিজের আই ডি কার্ড আর ছবি নিয়ে আসে তবে তার সাবস্ক্রাইবার এক্টিভেশন ফর্ম তার নামে ই করা হয়।’’
আমি জানতে চাইলাম কোন ঝামেলা হয় না,??ও বললো যে না, এসব কখনো যাচাই বাছাই হয় না, সো ঝামেলার প্রশ্নই আসে না।
এখন আমার ২ টি প্রশ্ন-----
১)আমার ছবি আর আই ডি কার্ডে একই কোম্পানির অগনিত সিম বিক্রি হচ্ছে ,
কোম্পানি কি এটা দেখছে না,নাকি এটা শুধু নিয়ম বলে নেয়া হচ্ছে।
২)যখন আমার কাগজ পত্র দিয়ে চালু করা সিমটি দিয়ে কোন ছোট বা বড় অপরাধ সংঘটিত হবে,তখন আইন প্রয়োগকারী সংস্থা আমাকে ছাড় দেবে না,এর দায়িত্ব কে নেবে??
আর আপনাদেরকে বলছি,
**অপরিচিত কারো কাছ সিম কার্ড না কেনাই ভালো,
**অপরিচিত কারো কাছ থেকে ছবি বা ন্যাশনাল আই ডি কার্ডের স্ক্যানিং করাবেন না।