বিশ্ব এগিয়ে চলেছে প্রযুক্তিতে আর সঙ্গে রয়েছি আমরা মানবজাতি। সময়ের সাথে সাথে আমাদের অনেক পুরাতন অভ্যেস বদলে যাচ্ছে, আর বেড়ে যাচ্ছে ব্যস্ততা। এ থেকে হয়তো পরিত্রানের উপায় নেই তবে মানিয়ে নেয়া সম্ভব।
আগে মানুষ বাজার করতে গেলে বাসা থেকে জেনে যেত অথবা লিস্ট করে নিত, কিন্তু এখন বাজার করার সময় মোবাইলে যোগাযোগ হয়, জানতে চাইলেন কি কি লাগবে, বাসা থেকে বলছে “চাল” আর আপনি শুনছেন “ডাল”, অথবা বলছে “বেল” আপনি শুনছেন “তেল”, মোবাইলে কথোপকথনে এধরনের সমস্যা প্রায়ই হয়। আর যদি হৈচৈপূর্ণ এলাকায় থাকেন তাহলে তো কথাই নেই। আবার বাসা থেকে লিস্ট করে দিলেও দেখা যায় সেটা হারিয়ে ফেলেছেন। অনেকে বলতে পারেন মেসেজ অপশন তো আছেই, আমিও বলছি আছে তবে আমি যে পদ্ধতি সম্পর্কে আলোচনা করতে চাচ্ছি সেটা বিস্তারিত দেখুন আশাকরি ভালো লাগবে।
শুরুতেই যেটা ক্লিয়ার করা প্রয়োজন তা হলো, বর্তমান সময়ে আমরা বেশির ভাগ মানুষই অ্যান্ড্রয়েড ফোন এবং ডাটা ইউজ করি, আজকের বিষয়টি মূলতঃ তাদের জন্যই।
সাধারণত বাজার যেমন হয়ঃ মুদিখানা, কাঁচা বাজার, মাছ/মাংস, মেডিসিন, ফল ইত্যাদি।
আমাদের কিছু বাজার হয় মাস ভিত্তিক এবং কিছু হয় দৈনন্দিন। মাসিক বাজারের মধ্যে দুই ধরনের আইটেম থাকে, (১) মুদিখানা এবং (২) মাছ/মাংস। এছাড়া বাদবাঁকী দৈনন্দিন কেনাকাটার মধ্যে পড়ে। আবার শীতকাল এবং গ্রীষ্মকাল অনুযায়ী কাঁচা বাজারের পন্যও চেঞ্জ হয়।
আমি এখানে প্রয়োজনীয় সব ধরনের আইটেম সেকশন ভিক্তিক ভাগ করে গুগল ফরম তৈরী করেছি যেটা আসলে বাজারের লিস্ট (লেখার শেষে লিঙ্ক দিলাম চেক করলে সম্পূর্ণ বুঝতে পারবেন)। এই ফরম/লিস্টের লিঙ্ক বাসার মোবাইলে থাকবে এবং এই লিঙ্ক ওপেন করলে নিচের ছবির মত পর্যায়ক্রমে আইটেম লিস্ট আসতে থাকবে।
এখানে আমি ৫টি সেকশনে আমাদের দৈনন্দিন বাজার বা কেনাকাটা ভাগ করে নিয়েছি, আপনারা চাইলে প্রয়োজন অনুযায়ী নিজেদের মতো বাড়িয়ে/কমিয়ে নিতে পারেন।
কি ধরনের পন্য লাগবে সে অনুযায়ী রেডিও বাটনে চেক করে Next এ ক্লিক করলে সেই সেকশনে সরাসরি যেতে পারবেন। রেডিও বাটনে চেক না করে Next এ ক্লিক করলে মুদি দোকান থেকে দেখানো শুরু হবে।
এখানে মুদি দোকানে যে আইটেম পাওয়া যায় তার একটা তালিকা আছে। যা যা প্রয়োজন তাতে টিক দিতে হবে।
এটা কাঁচা বাজারের তালিকা নিচের দিকে আরো আইটেম আছে। এখানে শাক এবং সালাদ আইটেমও আছে।
এটা মাছ ও মাংস।
এটা মেডিসিন সেকশন
মেডিসিনের ক্ষেত্রে দুইটা অপশন রেখেছি। প্রথমটাতে মেডিসিনের নাম লেখা যাবে। অনেক সময় নাম বোঝা না গেলে ছবি তুলে আপলোড করা যাবে দ্বিতীয়টাতে। এর পর ফলের একটা সেকশন আছে এবং যথারীতি প্রয়োজনীয় আইটেমে টিক দিয়ে সর্বশেষ সাবমিট বাটন প্রেস করতে হবে। এই টিক দেয়ার কাজটি হবে বাসার মোবাইল থেকে।
এটা হলো সেই বাজার লিস্ট, যিনি বাজার করবেন তার গুগল ড্রাইভে এক্সেল ফাইলে ক্লিক করলে উপরের ছবির মতো লিস্ট দেখা যাবে। এখন লিস্ট অনুযায়ী নিশ্চিন্তে কেনাকাটা করুন।
যে সুবিধার কারণে এই পদ্ধতি ভালো: এই লিস্ট একবার তৈরী হলে লাইফ টাইম চলবে। প্রয়োজনে লিস্টের মধ্যে আইটেম যেমন যোগ করতে পারবেন তেমনি বাদও দিতে পারবেন। এছাড়া কেনাকাটা করতে গিয়ে এক ধরনের দোকানে বারবার আসতে হবে না। মুদিখানায় গেলে লিস্ট অনুযায়ী সব কিনতে পারবেন। সারা মাস বা বছরের কেনাকাটা এক্সেল ফাইলে অটো সংরক্ষণ হবে তবে আপনি ইচ্ছা করলে ডিলিট করেও দিতে পারেন।
যে ভাবে ফরম/লিস্ট তৈরী করবেন:
বাজার অর্ডার লিঙ্ক
প্রচ্ছদ
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০২২ রাত ১০:৪৬