একদা চাইনিজ রেস্টুরেন্টের অন্দরমহল। পুরো ঘর জুড়ে তার চলাফেরা। মানুষজন না থাকলে সঙ্গীবিহীন পাখীটা হয়তো করুণ সুরে সংগীত সাধনা করতো।
পুরষ্কার পাব সে আশায় অংশগ্রহণ করছি না। অংশগ্রহণ করছি ১ম, ২য় এবং ৩য় গুনতে বাড়তি কিছু সংখ্যার প্রয়োজন, আমি সেই বাড়তি সংখ্যার একজন। তাছাড়া বুড়ো বয়সে গল্প করবো অনলাইন ছবি কম্পিটিশনে আমি প্রতিযোগিতা করেছিলাম। এটা এখন ভাবতেই গর্বে বুকটা ভরে উঠছে।
টুইন
আমাদের গাছের এই আম যখন প্রথম দেখি, ভেবেছিলাম পৃথিবীতে বুঝি এটাই প্রথম। পরে বুঝলাম এটা বিরল ঘটনা নহে!!!!!
একটু আয়েশ
বাস্তব জীবনে একটু বুদ্ধি খাটালে আয়েশি জীবন কাটানো যায়।
উষ্ণতা
এক শীতের সকালে বিড়ালটা গুটিসুটি পায়ে এসে আশ্রয় নিল উষ্ণতার খোঁজে।
কালের সাক্ষী
কতশত পিঠা পার্বনে আসা অতিথিদের আপ্যায়িত করে সাক্ষী হয়ে মাথা উঁচু করে জানান দিচ্ছে সে এখনো হুকুমের অপেক্ষায়।
প্রেম যমুনার ঘাট
এখন যৌবন যার প্রেম যমুনার ঘাট তার, কিন্তু সারিয়াকান্দি যমুনায় আর পানি নেই।
কোল জুড়ে ছানাপোনা
যে বানী এর কানে পৌঁছেনি “ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট”
রঙের দুনিয়া
একদিন বাজারে গিয়ে দেখি এমন কালারফুল মুরগীর বাচ্চা। বিউটি পার্লারের কারসাজি কিনা বুঝলাম না।
ইটভাটা
আধুনিক জীবনে ইটভাটার গুরুত্ব অপরিসীম আবার পরিবেশ দূষণেও তার গুরুত্ব সীমাহীন।
উল্লাস
বিজয় দিবসের ছোঁয়াচে আনন্দ পথশিশুদেরও সংক্রমিত করেছিল তাই মমবাতি নিয়ে তাদের উচ্ছাস অংশগ্রহণ।
কাশফুল
প্রচন্ড গরমে এক পশলা বৃষ্টির মতো, শহরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কিছু কাশফুল।
সন্দেশ
যাবার আগে মিষ্টি মুখ করে যান। দুই পার্ট নিয়ে চাপ দিলে একটা সন্দেস হবে।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০২১ দুপুর ১:৪০