ছবি
ঋণের বোঝা বাড়িয়ে আর ঋণ খেলাপী হতে চাই না।
অনেকদিন আগে একজন কিরপিন ব্লগার আমার কাছে হরলিক্স কিনে চেয়েছিল। ভাবছি এবার কিনে দিতেই হবে। গল্পটা না লিখলেও হতো কিন্তু মনে হলো সবাইকে সাবধান করা উচিত।
১লা মে দিবাগত রাত্রিতে সেহরী খেয়ে নামাজ পড়ে শুয়ে পড়লাম। ঘুম তখনো আসে নি। মাথার মধ্যে অনেক চিন্তার মাঝে হঠাৎ মনে হলো কয়েকদিন আগে মাহা (মা.হাসান) ভাই আমার কাছে একটা জিনিষ চেয়েছিলেন অন্যের পোস্টে। কি জিনিষ সেটা আপাততঃ বলছি না। তবে মোবাইল নিয়ে সেটাই খুঁজছিলাম। এমন সময় চোখের কোণে জানালার গ্লাসে কোন রিফ্লেকশন দেখলাম। এখানে বলতে হচ্ছে ঐদিনই জানালার পর্দা লন্ড্রিতে দিয়েছি তাই চোখে রিফ্লেকশন ধরা দিয়েছে। তখন জানালার দিকে তাকিয়ে দেখি কালো সেড, আমি বিভ্রান্ত হয়ে গেলাম। মোবাইলের রিফ্লেকশন কালার হওয়ার কথা তাহলে কালো কেন ? ভালো করে তাকিয়ে দেখি ওটা একজনের মাথা। আমি শুয়ে থেকে মাথা উঁচু করলে সে মাথা নিচু করে। এরপর উঠে জানালায় গিয়ে সে আড়াল হওয়ার চেষ্টা করছে। বুঝলাম চুরি করতে এসেছিল, ও তো জানেনা মাহা ভাই আমাকে কাজ দিয়ে রেখেছে তাই জেগে আছি। চোর, চোর না বলে ওকে বললাম “এই যা” দেখি মাথা নিচু করে আমার দোতলা জানালা থেকে অন্য বাড়ীর ছাদের উপর দিয়ে চলে গেল। ভাবলাম একটু দেখে আসি। গেট খুলে বাইরে গিয়ে দেখি হাওয়া হয়ে গেছে।
যাইহোক মাহা ভাই কবর পাহারা দিয়ে হয়তো আধ্যাত্মিক কোন শক্তি পেয়েছেন তাই আমাকে কোনভাবে সাপোর্ট দিয়েছেন। কিন্তু আপনারা সতর্ক থাকবেন। এখন মানুষের কর্ম নাই। চুরি হওয়াটা খুব স্বাভাবিক এবং চুরি সবসময় রাতেই হবে এমন না।
গতবছর অনেক মানুষ গরীবদের সাহায্য করলেও এবারে সেটা একেবারেই দেখা যাচ্ছে না। তাই নিজের অবস্থান থেকে ঈদের আগে তাদের প্রতি হাত বাড়ানোর আহ্বান জানাচ্ছি।
মাহা ভাইয়ের প্রতি কৃতজ্ঞ।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২১ রাত ১২:১৮