আগারগাঁওয়ের বাংলাদেশ বিমান বাহিনী যাদুঘরে ঘুরতে গিয়েছিলাম। সাধারণ মানের মোবাইল ফোনের ক্যামেরায় কিছু ছবি তুলেছি। সেগুলো দিয়েই ছবি ব্লগ তৈরীর প্রচেষ্টা। আনাড়ি হাতের ক্লিক, ভালো কিছুর আশা করে হতাশ হবেন না।
১.
------------------------প্রথমেই নজর কাড়া প্রবেশদ্বার
২.
..................................... ঢুকে সোজা চলে গেলে হাতের বামে এ সুন্দর বিমানটি চোখে পড়বে
৩.
--------------------------------------মেলে দিয়েছে বিশাল ডানা
৪.
-------------------------------------------ওরে বাবা! আকাশের হাঙ্গর...
৫.
................................................মিগ-২১ এর নাম তো শুনেছেন। এবার দেখে নিন।
৬.
......................................... মিসাইল বহনকারী এ-৫ এ বিমান (চাইনিজ প্রোডাক্ট)
৭.
.........................................এগুলো তো দেখেই বুঝতে পারছেন। উপর থেকে ফেলা হয়...
৮.
............................................................কাঠের কাজটা সুন্দর লেগেছে।
৯.
......................................................পরের ছবিতে বিমানটি আছে
১০.
-----------------------------------------এটি একটি বিশাল আকৃতির বিমান
১১.
----------------------আদর্শ পাঠক ব্যাঙ ( একটি থিমপার্ক এবং বোট ক্লাব নির্মাণের কাজ চলছে)
১২.
---------------------------------মঙ্গলে যাবার জন্য প্রস্তুত। কেউ একটু আগুনটা ধরায়ে দেন......
১৩.
...................................................... মঙ্গল যানের সামনের দিক
১৪.
------------------------------এম আই -৮ কমব্যাট হেলিকপ্টার। পর্দার ভেতরে প্রবেশেরও সুযোগ আছে
১৫.
.............................. পি -৩৫ এম রাডার (এটা দিয়ে ৩৭০ কি.মি. দূর থেকে বিমানকে পর্যবেক্ষণ করা যেত)
১৬.
.................................................হবেন নাকি ইতিহাসের স্বাক্ষী
১৭.
---------------------------------------------আমাদের গর্বের বলাকা
১৮.
--------------------------------ডলফিনের মাঝখান দিয়ে আইডিবি ভবন দেখা যাচ্ছে।
১৯.
-----এটা তাদের জন্য যারা পরস্পর যাদুগ্রস্থ হবার জন্য এই যাদুঘরে গিয়েছে। কাছেই চন্দ্রিমা থাকতে ওখানে যে কেন যায়......
২০.
---------------------------------------ঈগলের প্রতিকৃতিটা সুন্দর লেগেছে
২১.
---------------------------------- যারা বেড়াতে যাওয়া মানেই কেনাকাটা বোঝেন......
২২.
------------------------------মতিউর সহ বিমান বাহিনীর বীরদের প্রতি শ্রদ্ধা বাইরে ম্যুরালে
২৩.
--------------------------- আগামীকাল যাওয়া কিন্তু মানা। সময়সূচিও দিয়ে দিলাম।
সবান্ধব, সপরিবারে কিংবা প্রাতিষ্ঠানিকভাবে ঘুরে আসতে পারেন সময় করে। ক্ষুধা লেগে গেলে খাবার ক্যান্টিন ও আছে।
বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবের সাথে আপনিও অংশীদার হোন।
(কামরুন নাহার বীথি, সাদা মনের মানুষ এবং আরো কয়েকজন ব্লগারের ছবি ব্লগে অনুপ্রাণিত হয়ে প্রথম ছবি ব্লগের প্রচেষ্টা)
সর্বশেষ এডিট : ০৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:১৭