কিছু রাস্তা আছে যেগুলো দেখলে মনে হয়য় মানুষের পক্ষে কিভাবে সম্ভব এতো সুন্দর রাস্তা বানানো??!!!
চলুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে সুন্দর রাস্তা গুলি থেকে যা দেখলে একবার শিওর আপনার মনে আসবে,"যদি যেতে পারতাম!!!" এখানে দ্বিতীয় পর্ব দিলাম।দেখেন আর আফসোস করেন।
রাস্তাঃ বার্নার্দিনো পাস
দেশঃ সুইজারল্যান্ড
পৃথিবীর অন্যতম আর একটি সুন্দর রূট হল সুইজারল্যান্ডের পাহাড়ী এলাকায় অবস্থিত সান বার্নার্দিনো পাস । রাস্তাটি সুইস শহর মিসক্স এবং হিন্টেরহেইন কে সংযুক্ত করেছে।রাস্তাটি অনেক মসৃন।অসঙ্খ্য হেয়ারপিন এবং বিপজ্জনক বাক রাস্তাটিকে করেছে চ্যালেঞ্জিং।৬.৬ কিমি লম্বা অসাধারণ একটি টানেল রাস্তাটিকে আরো মোহনীয় করে তোলে।
রাস্তাঃ গোয়ালিয়াং টানেল রোড
দেশঃচীন।
.ছবিটির দিকে তাকান।তাহলেই বুঝতে পারবেন রাস্তাটি কেমন।পৃথিবীর অন্যতম ভয়ংকর রাস্তা বলা হয় এটিকে।পাহাড় কে কেটে ছিদ্র করে প্রায় ১.৫ কিমি সুড়ঙ্গ বানানো চাট্টিখানি কথা নয়।হাজার হাজার লোকাল মানুষের জীবনের বিনিময়ে বানানো এই রাস্তা ১৯৭৭ সালে চলাচলের জন্য খুলে দেয়া হয়।৫ মি উচু ও ৪ মি প্রশস্থ রাস্তাটিকে বলা হয় রাস্তা যা কোন ভুল সহ্য করে না।
রাস্তাঃট্রলস্টিজেন
দেশঃ নরওয়ে।
.অনেক বেশী ফাটাফাটি একটা রাস্তা হল ট্রলস্টিজেন যা রাউমা অঞ্চল দিয়ে গিয়েছে।রাস্তাটির সবচেয়ে বড় সুন্দর দিক হল বিশাল বিশাল পাহাড়ের গায়ে মইয়ের ধাপের মত দেখতে।রাস্তাটি দিয়ে উঠতে গেলে আপনার যাত্রাপথে চোখে পড়বে বেশ কয়েকটি জলপ্রপাত ।চোখ বন্ধ করে চিন্তা করূন তো ।কি সুন্দর।ছবি দেখলেই বুঝবেন ১১ টা হেয়ারপিন কতটা চ্যালেঞ্জিং করে তুলেছে রাস্তাটিকে।সবচেয়ে জোস লাগবে যখন একেবারে চূড়ায় যাবেন।চারপাশে জল্প্রপাত,পাহাড়...আর কি চাই???
রাস্তাঃ নর্থ ইয়ংগাস “মৃত্যুর রাস্তা”!!
দেশঃ বলিভিয়া।
.নর্থ ইয়ংগাস রাস্তাটি ৪৩ মাইল লম্বা এবং এটি লা পাজ এবং করইকো কে আন্দিজের বলিভিয়া প্রান্তের সাথে যুক্ত করেছে।দুনিয়ার সবচেয়ে বিপজ্জনক রাস্তা বলা হয় এটিকে ১৯৯৫ সাল থেকে।প্রথমেই ছবি দেখুন,এরপর চিন্তা করুন,বিপজ্জনক ড্রপ অফ, টাইট হেয়ারপিন,অত্যন্ত সংকীর্ণ প্যাসেজ এবং রাস্তাটি এক লেনের।পুরো রাস্তাটি পাহাড়ের গায়ে সরূ একটা রেখার মত।তার উপর কুয়াশা কিংবা বৃষ্টিতে রাস্তা দেখা যায় না ।কি অসম্ভব ভয়ংকর সুন্দর !!!!!প্রতি বছর ২০০-৩০০ মানুষ মারা যায় এখানে।মৃত্যুর রাস্তা কি এমনি বলে??!!!!
রাস্তাঃ ওবেরাল্প পাস।
দেশঃ সুইজারল্যান্ড।
!একটি অসাধারণ রাস্তা হল সুইস মাউন্টেনের উপর অবস্থিত কেন্দ্রীয় সুইজারল্যান্ড এবং ওবেরল্যান্ড কে সংযোগকারী ওবেরাল্প পাস রাস্তা।শুধুমাত্র গ্রীষ্মে খোলা এই রাস্তাটি ড্রাইভারদের অনেক প্রিয় একটি রূট।শীতে এটি হাইকিং এবং স্কি ঢাল হিসেবে ব্যবহৃত হয়।
ইসসস,যদি রাস্তাগুলিতে লং ড্রাইভে যেতে পারতাম!!!!!!
প্রথম কিস্তির লিঙ্ক দিলামঃ
Click This Link
সর্বশেষ এডিট : ২৬ শে আগস্ট, ২০১১ রাত ১:৫১