এই উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে-
কতকাল বৃষ্টি মাখিনি গায়ে ।
অন্ধকার ঘরে, জরাজীর্ণ ব্যাঙয়ের সাথে-
শীতনিদ্রায় কেটেছে অনন্তকাল।
ছায়াকে পাশ কাটিয়ে ক্ষুধার্ত সূর্যের কাছে-
বিবস্ত্র আমাকে দিয়েছি বিসর্জন।
শুধু উত্তাপ তুমি ধুয়ে দেবে বলে-
পায়ে ঠেলেছি হলুদ জোৎস্না,
ঝিরঝিরে বাতাসের অনুরনন-
পেছন ফিরে সরিয়ে দিয়েছি বুক থেকে।
অচেনা ছলনাময়ীর আমন্ত্রন-
আলগোছে ফেলেছি জঞ্জালের ভেতর;
এই হাতে নিজেকেও জাপটে ধরিনি কোনোদিন!
শুধু তোমার স্পর্শের প্রতীক্ষায়।
তারপর একদিন তুমি বিক্রি হয়ে গেলে,
আরেকটা লোমশ বুকের মধ্যে।
তোমাকে হারিয়ে যেতে দেখেছি- স্যাঁতসেঁতে অমানিশায়;
উষ্ণ নিঃশ্বাসে বাতাস ঘেমেছে।
পাঁজর ভেদ করে বৃষ্টির ফোঁটা-
রক্ত হয়ে ঝরেছে আমারই চোখ থেকে।
গভীর রাতে স্খলিত এই হাত--
গলাটিপে হত্যা করেছে আমাকে; সঙ্গে তোমাকেও।