পাহাড় পাহাড় বাড়িগুলোর ভীড়ে,
আমার থেকে তোমায় আড়াল করা।
ইটের ফোকড় দিচ্ছে তবু উঁকি----
নীলচে আকাশ, সবুজ গাছের বেড়া।
হলুদ রঙের দেয়ালগুলোর ভেতোর,
বন্দী তোমার ''ইচ্ছে মত খুশি''----
পাতা ঝরা গাছের মত তুমি;
বলছো কেঁদে '' উড়তে ভালোবাসি''।
দু-এক বিন্দু শিশির তোমায় দেব-
দেব নিরেট বাবুই পাখির বাসা ।
আমার যে নেই ইট,পাথরের বাড়ি-
সম্বল এই একটু ভালোবাসা ।
তোমার আছে বিরাট একটা নদী,
আমার কাছে কয়েক ফোঁটা জল।
''নীলচে আকাশ'', ওটাই আমার বাড়ি;
তোমার শুধু ছাদ খানা সম্বল ।