পাঁচ বছর আগে ভাবতাম চিনে গেছি আমাকে!
নিজেই নিজের পিটে চাপড় মেরে-
অহংকারের ঘোড়ার কাঁধে চড়ে-
উদ্বায়ী সেই বিবেক অস্পৃশ্য;
বিবেচনাবোধ ছিল শুধু ছাইভস্ম !
এখন আমি সর্বহারার দলে,
পাগলপ্রায় এক উড়নচণ্ডী ছেলে!
বিবেক দুগালে চাপড় মেরে ডাকে-
বলে'' কতটুকু জানো তুমি তোমাকে?''
আধোঘুমন্ত, আড়ষ্ট এই দেহ;নিজেকে সত্যি চিনছেনা একদম!
অহংবোধটা কুটিল একটা পোকা,
কুরে খেয়ে গেছে বিবেচনাবোধ,মন।
চুল টেনে ছিঁড়ি, সারাদিন আমি বসে-
অনেক ভেবেছি, পারবোনা আর;থাক।
হঠাৎ দেখি জীবনের অংক কষে-
নিজেকেই নিজে চিনেছি শুন্যভাগ !!
সর্বশেষ এডিট : ০৩ রা জুন, ২০১৪ বিকাল ৩:১৬