"" দিন যায় কথা থাকে দিন যায় কথা থাকে,
সে যে কথা দিয়ে রাখলো না ভুলে যাবার আগে ভাবলনা,
সে কথা লেখা আছে বুকে""
৪৩ বছরের দীর্ঘ আলোক ঝলমল ক্যারিয়ারের অবসান ঘটলো সিঙ্গাপুরে। বাংলাদেশ সময় আজ মঙ্গলবার ভোর সাড়ে চারটায় তিনি মারা যান বলে গণমাধ্যমকে সিঙ্গাপুর থেকে নিশ্চিত করেছেন তাঁর মেয়ে ফাল্গুনী নন্দী। বেশ কদিন থেকেই উনার অসুস্থতার কথা কানে আসছিলো। কিন্তু আশাই করি নি হঠাৎ একরম খবর উঠে আসবে। এইতো কদিন আগেই তিনি শিল্পকলা বিভাগে একুশে পদকে ভূষিত হন। চলচিত্র সংগীতে অবিস্মরণীয় অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। উড়াল পঙ্খী সত্যি উড়াল দিয়ে চলে গেলো।
সুবীর নন্দী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানায় নন্দী পাড়া নামক মহল্লায় এক সম্ভ্রান্ত সঙ্গীত পরিবারে জন্ম গ্রহণ করেন। বেতার-টেলিভিশন, ছবি সব মিলিয়ে হাজার হাজার চমৎকার গান উপহার দিয়েছেন আমাদের।
বেশ কদিন থেকে প্লে-ব্যাকে উনাকে একদমই দেখা যায় না। আধুনিক বাংলা গানে পাশ্চাত্যের প্রভাবের মাঝে অনেকটাই হারিয়ে গেছিলেন তিনি। যাইহোক সঙ্গীতের ভাঙ্গা-গড়ার খেলায় তাঁর নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ওনার বেদেহী আত্মার শান্তি কামনা করি। পরম করুণাময় আমাদের সবার সহায় হোন।
সুবীর নন্দীর কণ্ঠে অমর কিছু গানের তালিকাঃ
১) ‘দিন যায় কথা থাকে’,
২)‘আমার এ দুটি চোখ পাথর তো নয়’,
৩)‘কতো যে তোমাকে বেসেছি ভালো’,
৪)‘ও আমার উড়াল পঙ্খীরে’
৫) ‘একটা ছিল সোনার কইন্যা’
৬) ‘বন্ধু হতে চেয়ে তোমার’,
৭) পাহাড়ের কান্না দেখে,
৮) ‘পৃথিবীতে প্রেম বলে কিছু নেই’
৯) চাঁদের কলঙ্ক আছে যেমন
১০) কেন ভালোবাসা হারিয়ে যায়
সর্বশেষ এডিট : ০৮ ই মে, ২০১৯ সকাল ৮:৩৫