অনুবীক্ষণ যন্ত্র!! বিজ্ঞানের অন্যতম এক বিস্ময়। যদিও সাধারণ মানুষের হাতের নাগালে এই যন্ত্রটি এখনো পৌছাতে পারে নি। বৈজ্ঞানের ল্যাবের গন্ডিতেই আবদ্ধ হয়ে আছে। আমরা আমাদের দৈনন্দিন জীবনে খালি চোখে নানা জিনিস দেখি, কখনো কি কল্পনা করেছি এগুলোকে হাজার গুণ বড় করে দেখলে কেমন দেখাবে? আর এজন্যই আজ আমি দৈনন্দিন জীবনে ব্যবহৃত বিভিন্ন জিনিসকে অনুবীক্ষণ যন্ত্রের নিচে দিয়ে তোলা ছবি পোষ্ট করলাম।।
১। কলা
হায়রে কলা এই ছিলো তোর ভিতরে!
২।টুথব্রাস
৩। বাল্বের টাংস্টেন ফিলামেন্ট
Round and round, Round and round
৪।টয়লেট প্যাপার
৫। মাছি
৬। প্রজাপতির পাখা
প্রজাপতি প্রজাপতি কোথায় পেলে ভাই এমনো রঙ্গিন পাখা!!
৭। পেন্সিলের গ্রাফাইট
৮। সমুদ্রের পানির ফোঁটা
এত শত জিনিস!! Just Crazy
৯। স্টিল
১০। উকুন
বেশ হ্যান্ডস্যাম
সর্বশেষ এডিট : ১৪ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৯