কেউ হাসলে আমি হাসি।
ভাড়-কান্না দেখেও হাসি।
কারো অনৈতিক সাফল্যেও গালভরে হেসে ফেলি।
অবাক হয়ে লক্ষ্য করেছি,
অবোধ বালকের ছলনায় সর্বস্ব হারাতে দেখেও দাঁত কেলিয়ে হাসি।
ভুল বালিকার ভুল ভালোবাসায়, শুদ্ধ বালিকার অশুদ্ধ ভালোবাসায়
প্রাণ যেতে দেখেও হাসি আসে দুই চোখ বন্ধ করে।
কেবল নিজের হাসি দেখে অট্টহাসি হাসি।
আমি কেবল হাসি, দু-গাল প্রসারিত হাসি।
কিছুতেই আর পারছি না থামাতে হাসি।
..........
বি. দ্র : ভুল করেও কেউ এখানে ছন্দমিল খুঁজতে যাবেন না, তাহলে কিন্তু আমি আবারও হেসে ফেলব।