যদি এই ছবির বালকটি বলে, "আমার ছবিটি তৈরী হয়েছে সাদা কাগজে উপর কোন এক আকস্মিক ঘটনায় কালি ছড়িয়ে পড়ার ফলে", তাহলে এই বালকটির কথা আমাদের নিকট খুবই অদ্ভুত শোনাবে কারণ আমরা জানি একজন আর্টিস্ট এই ছবিটি এঁকেছেন। একইভাবে একজন মানুষের কথাও অদ্ভুত শোনাবে যদি সে অস্বীকার করে যে মহান আল্লাহ তার সৃষ্টিকর্তা নন।
যদি কোন একটি কার্টুনের চরিত্র বলে যে, "আকস্মিক কারণে কাগজের উপর কালি ছড়িয়ে পড়েছিল এবং যার ফলে আমার অস্তিত্ব প্রকাশ পেয়েছিল। রং গুলোও কোন এক আকস্মিক ঘটনায় ছড়িয়ে পড়েছিল এবং বিভিন্ন প্রকার রং- এ রূপান্তরিত হয়েছিল। সুতরাং, আমাকে আঁকা'র এবং আমার নির্দিষ্ট আকৃতির জন্য কাউকে প্রয়োজন নেই, আমি নিজেই আমার অস্তিত্বে প্রকাশ পেয়েছি আকস্মিকভাবে"।
আপনারা নিশ্চয়ই এই কথাগুলোকে কোন আমলেই নিবেন না কারণ আপনারা জানেন সুন্দর একটি কার্টুন আঁকা'র জন্য নির্দিষ্ট আকৃতি এবং নির্দিষ্ট রং এর প্রয়োজন হয় আর কারো সাহায্য ছাড়া একা একা কার্টুনটির অস্তিত্বে প্রকাশ পাওয়া অসম্ভব ব্যাপার। আকস্মিক ভাবে যদি কালি পড়ে এত সুন্দর একটি কার্টুন কি অংকিত হওয়া সম্ভব? কারণ আমরা জানি, আকস্মিকভাবে যদি কালি পড়ে তাহলে কালির একটি বড় ছোপ ছাড়া আর কিছুই হবে না এবং সেই কালি কখনও সুনির্দিষ্ট আকৃতি এবং সুনির্দিষ্ট রং এ পরিণত হবে না। মোটকথা আমরা জানি এভাবে কোন কার্টুন আঁকা সম্ভব নয়। অর্থবোধক কোন কার্টুন আকতে হলে তার জন্য সুনির্দিষ্ট আকৃতি লাগবে, সেই আকৃতিটা বাস্তবে পরিণত করার জন্য কোন একজন কে আঁকতে হবে। সেই কার্টুনটিকে বিভিন্ন প্রকার রং-এ রুপান্তরিত করার জন্য কোন একজনকে রং করতে হবে। তারপরেই সুন্দর একটি কার্টুন তৈরী হবে।
এখন কোন একটি কার্টুনকে বোঝার জন্য কার্টুনটি কে এঁকেছে তাকে আমাদের বাস্তবে দেখার প্রয়োজন নেই। কারণ আমরা এমনিতেই বুঝতে পারি কার্টুনিস্ট কি উদ্দেশ্যে কার্টুনটি এঁকেছেন। কার্টুনিস্টকে দেখা ছাড়াই আমরা বুঝতে পারি কার্টুন চরিত্রটির উদ্দেশ্য কি এবং আমরা এও বুঝতে পারি যে, একজন কার্টুনিস্টের সুনিপুন হাতের কাজ ছাড়া কার্টুন চরিত্রটির অস্তিত্ব প্রকাশ পাওয়া অসম্ভব।
এখন আমরা কার্টুন চরিত্রটির জায়গায় একজন মানুষের কথা চিন্তা করি, যদি মানুষটি বলে, কোন সৃষ্টিকর্তা নেই, আকস্মিক ঘটনার ফলে আমার অস্তিত্ব প্রকাশ পেয়েছে এবং আমার পূর্বপুরুষরাও এভাবে আকস্মিক ঘটনার ফলে প্রকাশ পেয়েছিল, তাহলে কথাটি কি যুক্তিযুক্ত হবে? আমরা কি বলবো না যে, মানুষটি মিথ্যা বলছে? মানুষটিও ঠিক ঐ কার্টুন চরিত্রটির মত, কার্টুন চরিত্রটি কাগজের উপর অঙ্কিত হয়েছে কতগুলো নির্দিষ্ট আকৃতি আর রং এর উপর ভিত্তি করে, মানুষটি সৃষ্টি হয়েছে বিভিন্ন প্রকার কোষের দ্বারা। কিন্তু এটা কি তাদের মধ্যে কোন পার্থক্য তৈরী করছে? যে মানুষটি এই কথাগুলো বলছে, সে কি জাটিল একটি জীবন্ত প্রাণী নয়? আর মানুষটি কি কার্টুনটির চেয়ে অধিক নিখুঁত নয়? এখন আপনারাই বলুন, যেখানে কোন এক আকস্মিক ঘটনার ফলে যেখানে একটা কার্টুন অঙ্কিত হওয়া সম্ভব নয় সেখানে কিভাবে মানুষের মত একটা জটিল প্রাণী আকস্মিকভাবে অস্তিত্ব লাভ করতে পারে?
সর্বশেষ এডিট : ১৬ ই জুলাই, ২০০৯ রাত ২:৪২