অরিগামি (Origami) শব্দটি কেউ কখনো শুনেছেন? না শুনে থাকলেও ক্ষতি নেই। এমনও হতে পারে নিজের অজান্তেই আপনি যুক্ত হয়ে গেছেন অরিগামি নামক জাপানি ঐতিহ্যটির সঙ্গে। ভাবছেন, যে শব্দটি কখনো শুনিনি তার সঙ্গে আবার জুড়ে গেলাম কিভাবে? হাতের কাছে কাগজ পেয়েছেন আর তা বিভিন্ন আকারে ভাঁজ করে কোনো কিছু বানানোর চেষ্টা করেননি এমনটি নিশ্চয়ই কখনো হয়নি। স্কুলে ক্লাসের ফাঁকে খাতার একটি কাগজ ছিঁড়ে নৌকা বা প্লেন বানানোর কাজটা তো সবাই কমবেশি করেছি।
আবার কাগজের ফুল বা বল বানিয়ে ক্লাসের বন্ধুদের প্রায়ই উপহারও দিয়েছি। জেনে রাখুন আপনি কোনো কাটাকুটি আর আঠা ছাড়াই আপনার খাতার একটি কাগজ ভাঁজ করে জেট প্লেন বা নৌকা বানালে সেটাকেই বইয়ের ভাষায় বলা হয় অরিগামি। সোজা কথায় নানা রঙের কাগজ দিয়ে খেলনা বা সাজসজ্জার সামগ্রী তৈরি করার বিদ্যাই হলো অরিগামি।
অরিগামির শুরুটা হয়েছিলো জাপানে ১৭ শতকে। এরও প্রায় দুইশ বছর পর অর্থ্যাৎ ১৯শতকে এটি বিশ্বের আর অন্যান্য দেশেও ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করে। অরিগামি শব্দটি এসেছে অরি থেকে যার অর্থ ভাঁজ করা আর গামি শব্দটা এসেছে কামি থেকে যার অর্থ কাগজ।পরবর্তীতে কামি পরিবর্তিত হয়ে গামি রূপ নিয়েছে। বর্তমানে অরিগামি একটি জনপ্রিয় শিল্প হিসেবে আমাদের দেশসহ অনেক দেশেই সমাদৃত হতে শুরু করেছে।
আপনি হয়ত স্কুল শেষে আজ আপনার পড়াশুনা, কাজ, কম্পিউটার এসব নিয়েই ব্যস্ত থাকেন। কিন্তু এইসব কিছুর ফাঁকে তো একটু বিনোদনও দরকার তাই না। অরিগামিতে আপনি অবশ্যই মজা পাবেন শুধু একবার চেষ্টা করেই দেখুন। সাধারণ কাগজ, নিউজপেপার, র্যাপিং পেপার, কালার পেপারসহ সব ধরণের কাগজ দিয়েই অরিগামি করা যায়। সঙ্গে দরকার একটি কাঁচি [কাগজ সুবিধা মত কাটার জন্য।
এই ফাঁকে একটি কথা বলে রাখি, কাগজ কেটে আঠা দিয়ে জোড়া দিয়ে অথবা সুই-সুতোয় সেলাই দিয়ে যদি কোনো খেলনা বা সাজসজ্জার সরঞ্জাম আপনি বানান সেটাকে কিন্তু অরিগামি বলা হয় না। এটির আরেকটি নাম আছে। সেটা হলো কিরিগামি (Kirigami)। কাগজ না কেটে শুধুমাত্র ভাঁজ করে যদি আপনি কোনো কিছু বানিয়ে ফেলতে পারেন তাকেই অরিগামি বলা হয় ।
আজকাল বাজারে অরিগামির উপর বিভিন্ন বই কিনতে পাওয়া যায়। এছাড়া ইন্টারনেটে পাওয়া যায় অরিগামি বিষয়ে সবরকম প্রয়োজনীয় তথ্য। ইউটিউবে লগইন করে ভিডিওতে সরাসরি অরিগামি বানানোর কৌশল দেখতে পারেন। তাতে খুব সহজেই অরিগামি শিখতে পারবেন আপনি। এছাড়া মোবাইলে অরিগামি শেখার অ্যাপসও পাওয়া যায়। সেটা থেকেও সহজেই শিখতে পারেন অরিগামির নানা কলাকৌশল। পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় অরিগ্যামির নাম কি জানতে চান? জেট প্লেন। যা কিনা ইতিমধ্যেই আপনি আপনার ইস্কুল জীবনে কতবার যে বানিয়েছেন তার হিসাব হয়ত নেই।
অরিগামি যে শুধু বিনোদন এর জন্য তা কিন্তু নয় আপনার ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বানিয়ে ফেলতে পারেন শুধু মাত্র কাগজ দিয়ে। যেমনঃ কলম দানি, বুকমারক, খাম, গিফট বক্স, ফুল, ফুলদানি, শপিং ব্যাগ ইত্যাদি। আপনার শিখার সুবিধার জন্য আমার ইউটিউব চ্যানেল লিংক নিচে দিয়ে দিলাম। অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেননা নতুন নতুন ভিডিও এর জন্য
https://www.youtube.com/channel/UCRyBgQhrNYB4GWgqRhcZEYg
আশা করি সকলেই চেস্টা করবেন বিনোদনের জন্য হলেও। ধন্যবাদ
১. ০১ লা ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৫৭ ০