View this link
পান্থ বিপুল বলেছেন: ৭১ এর যুদ্ধে মুনাফেকদের কারনেই মহান আল্লাহতায়ালা সাচ্চা মুসলমান পাকিস্তানীদেরকে পরাজিত করেছিলেন। এসব মুনাফিকের উদাহরণ, ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সৈন্যরা, রাজারবাগ পুলিশলাইনের পুলিশরা, যারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিয়েছিলো। এরকম একজন বড় মুনাফেক ক্যাপ্টেন মতিউর রহমান, যে মেধাবী উঠতি বীর সেনা রশীদ মিনহাজকে খুন করে প্লেন নিয়ে পালাতে চেয়েছিলো।
তার আগের কমেন্টে আস্তবাতির নবির ওহদের যুদ্ধের সাথে তুলনার মানসিকতা .....
সন্ধ্যাবাতি বলেছেন: "মহান আল্লাহ স্বয়ং যেখানে খাটি মুসলমানদের সমর্থক সেখানে তাদের পরাজয় কোনভাবেই রোধ হতে পারেনা। বিজয় মুসলমানদের অবশ্যম্ভাবী। কিন্তু তা হতে হবে আল্লাহর আইন প্রতিষ্টার জন্য।"
দেখুন, আপনি একটা ভুল ভিত্তির উপর দাঁড়িয়ে তর্ক করছেন, ইসলামকে ব্যবহার করে যখন তর্ক করবেনই, তখন তথ্যগত ত্রুটি সহ্য হয় না... ।
সেটা বুঝানোর জন্যই একটা মন্তব্য করব, যদিও তর্কে জড়ানোর বিন্দু মাত্র ইচ্ছা নেই। উহুদের যুদ্ধ হয়েছিল রাসুল (সা) এর জীবদ্দশাতেই। রাসুল (সা) নিজে সে যুদ্ধে আহত হয়েছেন। কিন্তু, সে যুদ্ধে মুসলমানদের পরাজয় হয়েছিল। আপনি নিশ্চই বলছেন না রাসুল (সা) যেখানে নিজে যুদ্ধের পরিচালনা করেছেন, সেখানে আল্লাহ রাসুল (সা) এর সমর্থক ছিলেন না? নিশ্চয়ই বলছেন না, এখানে রাসুল (সা) এর পরাজয় অর্থ, যুদ্ধটা আল্লাহর আইন প্রতিষ্ঠার জন্য হয় নি?
যুদ্ধটা ন্যায় যুদ্ধ ছিল, খাটি মুসলমানদেরই যুদ্ধ ছিল, কাফিররা বিপক্ষে ছিল, কিন্তু মুসলিমদের পরাজয় হয়েছে, কারণ, মুসলমানদের পক্ষেই একদল মুনাফিক ছিল, যাদের জন্য যুদ্ধের মূল লক্ষের চেয়ে লাভের গুড়ের দিকে দৃষ্টি ছিল। তাই বলে কিন্তু রাসুল (সা) কে আল্লাহ অপরাধী বলেন নি! প্রত্যেকটা ব্যক্তির ন্যায় অন্যায় আল্লাহ আলাদা ভাবে বিচার করবেন, একজনের অপরাধের জন্য অন্য জনকে দায়ী করবেন না।