সোনার বাংলা,
ঘাবরানা মাত কারো...বেটা.....মে তোমহারা সাথ হায়......
বোলগে যে কয়জনের এটিচুড আমার লগে মিলে টার মধ্যে তুমি একজন আরেকজন হৈলো ফারজানা১৬............আমি পাগল না......আমি শত্রু চিনি...............
আইজুর সাথে জামাত শিবির এর তুলনা আমার কাছে.........অশিক্ষিত বন্ধুর চেয়ে শিক্ষিত শত্রু ভালো / দুরজন(জামাতিরা) বিদ্যান হৈলেও পরিতাজ্য ...............এই টাইপের...............
ছুডোকাল থন আমার বাপ একটা জিনিস শিখাইছে যে, অনেক দাগি খুনি/মাতাল/ নারীলিপ্সুকে আল্লাহ হেদায়েত দেন মাগার কোনো অহংকারিরে আল্লাহ কোনোদিন তা দেন না..........
আমার লাইফের ছুডো খাডো এক্সপেরিয়েন্স থন একটা জিনিস বুঝলাম......There is definately something grave wrong with jamat shibir.........আর হেইডা হৈলো অহংকার। মানুষ কোনো একটা কাজে ভুল করলে যদি অনুতপ্ত হয় তাইলে ক্ষমার সুযোগ থাকে বাট কেউ যদি ভুলও করে মাগার ভুলের জন্য অনতাপ না করে বা ভুল স্বীকার না করে তকন ক্ষমার কোনো সুযোগ থাকে না, বোধকরি ভগবান ও একই টাইপ ডিশিসন নিবে। বোলগে আমি একজন নাস্তিকরে/বিধরমিরে যতটা ট্রাস্ট করতে পারি একজন শিবির রে ততটা ট্রাস্ট করতে পারিনা। তাই বৈলা আমি তাদের দলের না.....Its just a matter of giving preference...........
আর গালি নিয়া আমার একটা প্রোবলেম আছে...সেইটা হৈলো অনেকে গালি দেয় ফ্যাশন হিসাবে........আবার অনেকে গালি দেয় রিয়েলি মিন করে। আমি ছুডো বেলাথন যাগো লগে বড়ো হৈচি......সেখানে গালি না দিলে আর গালি না খাইলে যেন পেটের ভাত হজম হতো না....গালি না খেলে ই বরং খারাপ লাগতো বন্ধুদের কাছ থেকে। বাট এটা আমি বুঝি, বোলগে অনেক নাস্তিক/আম্লিগ পন্থি বোলগার আচে যারা রিয়েল বাস্টারড টাইপ গালি দেয় কোনো উস্কানী ছাড়া ই...আমি আবার সেগুলি লাইক করি না.........তাদের জন্য আমার নীতি হলো যেমন কুকুর তেমন মুগুর......যদিও ইদানিং গালি দিতে বীবেকে বাধে বাট আমি মুখে লাগাম দেইনাই বা মাথায় টারবান পরে হুজুর সাজি নাই.......আমারে কেউ গালি দি্য়ে মাথা গরম করলে তার পেটের ভাতও হজম হতে দিবো না.......
মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ব্যবসায়ি আছে তাদের ব্যাবসায় তারা অনেক মিথ্যা জড়াইয়া দেয় আর সেই মিথ্যার দোহাই দিয়া আবার জামাত মহল অনেকের করুনা নেয়ার ট্রাই করে......( যেমনটা করতাছে, কম্পু জামাত আওলংগো বা..কামরুজ্জামানের পোলারা.../.সিঠনীবাসি জমিরের অহংকারি পিচকি মাইয়া দুইডা).........
লাস্ট যে কথা আমি কৈবার চাই....সেইটা হৈলো........ধরমো আমার কাছে...পোটেবল ড্রিং এর মতো (eg. milk/water) যাতে আমি অনু পরিমান কনটামিনেশন দেখতে চাইনা। বাট...যেসব পানিদিয়ে আমি গোসল করবো বা বাসন কোসন পরিষ্কার করবো সেসব পানির পিউরিটি আমার খুব একটা কনসারন না.......
আশা করি আমার কথা গুলান বুঝতে পারবা.......
আর সকল প্রকার ছাগু সম্প্রদায়ের সাথে হুজুগে নাচ নাচতে তোমার মতো আমিও অপারগ........

সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০০৮ সকাল ৭:২৮