গতবার একটি সূত্র দিয়েছিলাম, যেটা দিয়ে আমরা উন্নত জাতিগুলোকে সনাক্ত করতে পারি। অবশ্যই তা বেশ মোটা দাগে।
উন্নত জাতি সূচক = (নিজস্ব ভাষার উকিপিডিয়ায় নিবন্ধ সংখ্যা)/(ওই ভাষাভাষীর সংখ্যা)
অর্থাৎ ওই ভাষার একজন কয়টা করে নিবন্ধ লিখছে।
বলেছিলাম, এটা আমার একটা ধারণার পর্যায়ে আছে। সামনে তথ্য নিয়ে যাচাই করবো।
সূত্রে ভাষাভাষীর সংখ্যাকে মিলিয়নে ধরতে হচ্ছে অতিক্ষুদ্র সংখ্যা এড়াতে।
কিছু জাতির নিজস্ব ভাষায় (যেমন বাংলা ভাষার নিজস্ব উইকিপিডিয়া হল http://bn.wikipedia.org/) উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা, তাদের ভাষাভাষীর সংখ্যা (মিলিয়নে) ও এই দুই সংখ্যার ভাগফল সেই ভাগফলের ক্রমানুসারে নিচে দেওয়া হল:
Swedish 250751 9 27861.2
Norwegian 132733 5 26546.6
Finnish 131588 6.1 21571.8
Dutch 352590 20 17629.5
Hebrew 62768 5.2 12070.8
Polish 425367 52 8180.1
French 558631 78 7161.9
German 640461 100.1 6398.2
English 2012963 341 5903.1
Italian 348024 62 5613.3
Japanese 413953 125 3311.6
Greek 27201 15 1813.4
Portuguese 286001 176 1625.0
Russian 202849 167 1214.7
Malay 22895 23.6 970.1
Spanish 278516 322 865.0
Persian 25133 31.3 803.0
Telugu 36369 69.7 521.8
Tamil 11570 66 175.3
Chinese 145242 873 166.4
Arabic 40893 422 96.9
Bengali 16276 207 78.6
Urdu 6368 104 61.2
Hindi 13563 366 37.1
Punjabi 273 57 4.8
উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যা কেন গুরুত্বপূর্ণ হতে পারে? কারণ এতে নিজস্ব ভাষার প্রসার ও ব্যবহারের প্রতি গুরুত্ব প্রদানের আভাস পাওয়া যায়, যা আগের পর্বে বলেছিলাম উন্নত জাতির একটি লক্ষণ।
তাছাড়া, একটি জাতির শিক্ষিত অংশের কাছেই কেবল উইকিপিডিয়ায় নিবন্ধ সম্পাদনা আশা করা যায়।
অনেক ভাষার উইকিপিডিয়ায় নিবন্ধ সংখ্যা বেড়েছে প্রোগ্রাম বা বোট দ্বারা নিবন্ধ সম্পাদনার কারণে। এটা থেকেও কিন্তু আবার প্রযুক্তির শীর্ষ ব্যবহারকারীর নমুনা পাওয়া যায়।
আমি উল্লেখ করেছিলাম, ইংরেজ, ফরাসী, স্ক্যান্ডিনোভিয়ান, জার্মান, চৈনিকদের কথা। চৈনিক ছাড়া বাকি সবাই প্রথম দশজনের মধ্যে আছে।
চীনে উইকিপিডিয়া একটি বিশাল সময় নিষিদ্ধ ছিলো, এখনো প্রায়ই থাকে। কিন্তু তাদের নিজস্ব একটি উইকি আছে(http://en.wikipedia.org/wiki/Baidu_Baike), যেটা শুরু হয় এক বছর আগে এবং যাতে নিবন্ধ সংখ্যা আজকে (১৯শে সেপ্টেম্বর) পর্যন্ত দাঁড়িয়েছে 863,307। মিলিয়নে তাদের ভাষাভাষীর সংখ্যা 873 দিয়ে ভাগ দিলে দাঁড়ায় 989 প্রায়। ফলে তাদের অবস্থান হয় রাশিয়ানদের পরেই। এখন যেখানে দেখা যাচ্ছে, তার চেয়ে বেশ উপরে।
এখানে সব ভাষার উল্লেখ নেই। সব ভাষা নিলে নিচের ভাষাগুলো আরো নিচে চলে যেতো। এশিয়ার তেলেগু, তামিল, আরবী, মালয় আর ফার্সী ভাষার আমাদের উপরে থাকাটাও লক্ষণীয়। ঠিক শিক্ষিতের হারের সাথে জড়িত মনে হচ্ছে।
আরেকটি বিষয় উল্লেখ্য। স্ক্যান্ডিনোভিয়ান তিনটি দেশই ১-৩-এ আছে। ওখানে বরফ বেশি, তাই অবসরেও ঘরে কম্পিউটারে বসে থাকার প্রবণতা বেশি। এটা একটা কারণ হতে পারে।
উন্নত জাতি বলতে আমি কি সংজ্ঞা গ্রহণ করেছি ও ভাষার সাথে কি সম্পর্ক দিয়েছি, তা দেখতে আগের পর্ব দেখুন।
আগের পর্ব: উন্নত জাতির লক্ষণ ও ভাষা - ১
নিজস্ব ভাষায় উইকিপিডিয়ার নিবন্ধ সংখ্যার সূত্র:
Click This Link
ভাষাভাষীর সংখ্যার সূত্র: Click This Link
সর্বশেষ এডিট : ১৯ শে সেপ্টেম্বর, ২০০৭ রাত ৮:১৪