ক্ষমতা তুমি পাও অথবা সে
আমাদের জন্য সময়গুলো, যেন সু হয়ে আসে
ক্ষমতা ছিনিয়ে, বানিয়ে খাও ভর্তা
তবে খুশি যেন হয়, বাজারে গিয়ে কর্তা।
বাজার করে দিয়ো স্থিতিশীল
বাড়িয়ো না গ্যাস, বিদ্যুত বিল
সহনশীল রেখো পিঁয়াজ আলুর দাম
খেয়াল রেখো ব্যবসায়ীরা যেন
পন্য স্টকে না ভরে গুদাম।
ক্ষমতা নিয়ে নাও হাতে, আমাদের খুশি রেখো
জনতার সুখ সুবিধা আপন হয়ে দেখো;
পরিচ্ছন্ন শহর চাই, চাই নির্ভেজাল জীবন,
ক্ষমতা থাকুক তোমাদের হাতেই, স্বজন হও
হয়ো না দুর্জন।
পথ ঘাট পরিচ্ছন্ন করে দিয়ো, বন্ধ করো কাটাকাটি
গ্যাস লাইন, জল লাইন নিয়ে করো না ফন্দি আঁটা
আঁটি,
রাস্তা খুঁড়ে খুঁড়ে টেন্ডারবাজি করে কামিয়ো না কড়ি,
বর্ষার রাস্তায় যেন, না ভাসে ডিঙি, তরী।
ক্ষমতা নিয়েছো নাও, জনতাকে করো সুখি
ব্যাংক ব্যালেন্স ফুলাতে নিয়ো না আর ঝুঁকি,
ক্ষমতা তো থাকবে না চিরদিন,
দেশবাসীকে ঠকালে একদিন নেমে আসবে দুর্দিন।
ভোট করে লোট, ক্ষমতা পেলেই বা যদি
পাপের স্পর্শ হতে বাঁচিয়ো গদি,
ক্ষমতা পেয়েছো, ভালো কথা
আমজনতাকে সুখ দাও, হয়রানি করো না অযথা।
©কাজী ফাতেমা ছবি
২৪-০৩-২০২৪
সর্বশেষ এডিট : ২৪ শে মার্চ, ২০২৫ দুপুর ২:৩৮