কারণে অকারণে কত ইচ্ছে মনে আকুলি বিকুলি কাটে
ইচ্ছে করে সাঁই সাঁই ছুটে চলা বাসগুলো আচানক থেমে যাক
বিয়ে বাড়ির নাচ গান উল্লাস সহসা স্ট্যাচু হয়ে যাক,
আমাকে গালি দিতে যে ঠোঁট নড়তে চেয়েছিলো আচম্বিতে তালা লেগে যাক।
কত ইচ্ছে মনে কাটে দাগ,
ইচ্ছে করে যে আমাকে বকে দেবে বলে মেলেছিলো মুখ
মুখ বন্ধ হয়ে যাক, থেমে যাক কথা'রা।
সব কোলাহল, সব উৎসব হঠাৎ চুপ হয়ে যাক
উৎসবের সিঁড়ি বেয়ে যত চুড়ি ভাঙ্গা হাসি থেমে যাক
বন্ধ হয়ে যাক সাঁঝবাতি
নিভে যাক পুরো শহরের রঙবাহারী আলোকসজ্জ্বা।
জ্যাম লাগা শহর, চলাচল থেকে যাক,
স্ট্যাচু হয়ে যাক হন্তদন্ত মানুষগুলো,
আমি খুব করে হেঁটে যাবো ফাঁক ফোঁকর গলে
আর অভিব্যক্তি দেখে নেবো পলকে,
যে যেমন ভঙ্গিতে দাঁড়িয়ে অথবা বসা
ছবি করে নেবো শাটারে ক্লিক করে।
মানুষ বড় আজব, মানুষ বড় অচেনা
মানুষ বড় সুন্দর, মানুষ বড় স্বার্থপর
তবুও মানুষ ভালোবাসি,
খুব ইচ্ছে করে মানুষের মনের ভিতর ঢুকে পড়ি
দেখে আসি তার অনুভূতি,
কে আছে, কী আছে অনুভবে।
ইচ্ছে করে খুব সব কোলাহল থেকে হারিয়ে যাই আচানক।
অদৃশ্য হয়ে যাই, অস্পৃশ্যতায় ছুঁয়ে দেই কারো চোখের পাতা।
ইচ্ছের সমাধি হয় তখনই যখন
ফিরে আসি দীর্ঘশ্বাস প্রহরে।
©কাজী ফাতেমা ছবি
(০২-১০-২০১৮)
সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৯