©কাজী ফাতেমা ছবি
তোমার মন বিষণ্ণ আজ, বিষাদের নীল রাখা মুখে অঙ্কিত,
পেঁচামুখে থেকে যাও আড়াল আড়াল,
হাসি সব হলো উধাও, যেন বিতৃষ্ণা অথৈ,
এই শুনো.... তোমার ব্যতীত হৃদয় করে দেবো চাঙা,
কেবল হাত পেতে দাও সম্মুখ,
তুলে দেবো দুধ সাদা এক সুগন্ধিফুল...
নেবে?
মুহুর্তগুলো তোমার রাঙিয়ে দেবো...
কিছু শুভ্র পাপড়ি ছড়িয়ে দেবো তোমার বেজার মুখোশ্রীতে,
উড়ে যাবে বিষণ্ণ তাপ, ঘ্রাণে ধুয়ে যাবে ক্লান্তি,
যত ভুল যত ভ্রান্তি মিশে যাবে ধুলায়,
সব ভেলে হেসে দিয়ো অবলীলায়,
দেবে?
নীল বিষণ্ণ মন করে দেবো কাশফুল নরম,
মন বানিয়ে দেবো তোমার সফেদ মেঘেদের মন,
যত আক্ষেপ ছেড়ে দিয়ো মেঘের ভেলায়,
একটি ঘ্রাণ মাখানো প্রহর দেবো,
একটি ফুলেল ক্ষণ তোমার হোক....চাই,
নিয়ো!
মন জমিন হতে ছোট ছোট ভুল উপড়ে ফেলো,
দ্বিধাদ্বন্দ্ব বেমালুম ভুলে যাও....চাই
অযথাই ছোট ছোট ভ্রান্তিতে হয়ো না এলোমেলো,
বিষাদ পুষে বুকে, জীবনে কী আর মেলে শান্তি?
অযথাই দোয়েল সময় হয় হাতছাড়া,
ফুরফুরে মন হোক ত্বরা, এই তুমি এবেলা আমায় ভালোবাসা
দিয়ো!
সব বিতৃষ্ণা পিছনে ফেলে জমজমাট হোক তোমার সময়,
হাসির ফোয়ারায় ভেসে যাক বিষাদের দলা পাকানো ব্যথা,
শুভ্র ফুলের পাপড়ির মতই হেসো মুগ্ধতায়,
স্নিগ্ধ আবেশে মন পুড়ে যাক তোমার,
কী ভীষণ ভালোলাগায় চোখ তোমার বন্ধ হোক,
এই তুমি কেবল আমার হয়ে রয়ো।
(০২/০৭/২০২০)
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৪ বিকাল ৪:২৬