০১।
ফেসবুকে দিনরাত ব্যতিব্যস্ত। হাজার হাজার লাইক কমেন্টেই সুখ? অথচ আপনার মানহীন লেখা অথবা অতি এডিটিং করা ছবির মান যাচাই করছে না কেউ। আপনি কি আপনার লেখার মান যাচাই করতে চান অথবা আপনার ছবিগুলো সম্পর্কে ইতিবাচক প্রশংসা শুনতে চান? আপনার লিখাগুলো মানের বুকে ফেলতে চান? তবে সামহোয়ারইন ব্লগ আপনার জন্য হতে পারে উত্তম প্লাটফর্ম। তাহলে আর দেরী কেন? এখনই সাইন ইন করুন বাংলাদেশের সবচেয়ে চলমান বড় ব্লগ সামহোয়্যারইন এ।
০২। আপনি কি গল্প পড়তে চান, কবিতা পড়ে অবসর সময় কাটাতে চান অথবা বিজ্ঞান সম্পর্কিত পোস্ট পড়তে চান অথবা আপনার বিজ্ঞানমূলক ভাবনাগুলো সবার সাথে শেয়ার করতে চান। চলে আসুন সামহোয়্যারইন ব্লগে। আজই করুন সাইন ইন।
০৩। আপনাদের কিছু ভাবনা অমূলক। আপনার ভাবতে পারেন ব্লগার মানেই অধার্মিক অথবা ধর্মের বিরুদ্ধে লিখে? মোটেও না। এখানে আস্তিক নাস্তিক মিলেই সকলের আনন্দে বসবাস। এখানে আলোচনা আছে, আছে সমালোচনাও । এসব হতে আপনি ভালোটাই বের করে নিন নিজের জন্য। একবার ট্রাই করেই দেখুন না। আপনিও লিখুন মন খুলে সামহোয়্যারইন ব্লগে। আসুন সাইন ইন করুন আজই।
০৪। ফেসবুকে পোস্ট করে লাইক কমেন্ট ধন্যবাদ সুন্দর অসাম মন্তব্য পাওয়া যায় কিন্তু আপনার সৃজনশীল কাজ সম্পর্কে কেউ বলে না সে ভালো কী মন্দ। এসব যাচাই করতে পারেন সামহোয়্যার ইন ব্লগে এসে লিখে পোস্ট করে। এখানে আপনি পাবেন কবিতা, গল্প, উপন্যাস, হাসির খোরাক, বিজ্ঞানের জানা অজানা তথ্যসহ আরও অনেক কিছু। সবই একসঙ্গে পেতে এক সাইনইনেই পেয়ে যাচ্ছেন এখানে। আসুন সামহোয়্যারইন ব্লগে। আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি।
০৫। ব্লগ করতে এসে অনেকেই ফেসবুকে পোস্ট করার আনন্দ হারিয়েছেন। বুঝতেই পারছেন এখানে পোস্ট করলে আপনার সৃষ্টিশীল কাজের উপযুক্ত প্রশংসা পাবেন, পাবেন উৎসাহ যা আপনাকে নিয়ে যাবে সাফল্যের দোরগোড়ায়।
০৬। আপনার চিন্তা ভাবনাগুলো সামহোয়্যারইন ব্লগে নিশ্চিন্তে লিখতে পারেন। বিশ্বের মানুষের কাছে পৌঁছে যাবে নিমেষেই আপনার সু ভাবনায় মুড়ানো সৃজনশীল কাজ। আপনার আলোকিত মন আরও জ্ঞানের আলোকসজ্জায় সাজাতে আসুন ব্লগে লিখুন মন খুলে।
০৭। আপনি আপনার মতামত লিখতে পারেন নিদ্বির্ধায় ব্লগে। এখানে আপনাকে হেনস্থা হতে হবে না। আপনার মতামতের মূল্য দিতে এই সামহোয়্যারইন ব্লগে আছেন অজস্র জ্ঞানী ব্যক্তি। তাদের সাথে আপনার মত মিলছে কিনা যাচাই করতে আসুন ব্লগে। লিখুন মন উজার করে।
০৮। সামহোয়্যারইন ব্লগের পোস্টের পাতায় আপনি বাংলায় লিখতে পারবেন আবার সে লেখা ড্রাফটও করে রাখতে পারবেন। মোবাইলে লিখতে টাচ কী প্যাড ইউজ থেকে মুক্তি পেতে ব্লগের পাতায় লিখুন কী বোর্ডে। নতুনদের আমন্ত্রণ জানাই। সাইন আপ হউন আজই।
০৯। সামহোয়্যার ইন ব্লগে লিখে আপনি বিশ্বের সেরা ব্লগারও হতে পারেন । আপনার লিখার কলম হউক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের হাতিয়ার। আপনি লিখুন আর সে লেখা পৌঁছে দেবে বিশ্বের বাঙালীদের কাছে সামহোয়্যার ইন ব্লগ।
১০। আপনার যদি মন খারাপ থাকে অথবা আপনি বিষণ্ণতার হাত ধরে বসে আছেন। কিংবা বিরহে পুড়ে ছাই। আপনার ভিতরের অনুভূতিগুলো এখানে প্রকাশ করুন নির্দ্বিধায়। পাবেন অনায়াসে সুন্দরভাবে বেঁচে থাকার অনু্প্রেরণা। ব্লগে এসে দেখুন, পাবেন কিছু মানবিক মনের সন্ধান। আপনার বিপদ আপদ বেলায় যে কোনো পরামর্শ পাবেন গুণীজনদের নিকট হতে। তবে আর দেরী কেন! আসুন ব্লগে সাইন আপ হউন, সাইন ইন করেই লিখে ফেলুন আপনার দুঃখ সুখের অনুভূতিগুলো।