কিছু ছবি বারান্দা থেকে তুলেছি। কিছু ১৫ তলা থেকে।
এই শীত মেয়েবেলার শীত।যখন আমরা তিন চারটা জাম্পার, হুডি আর হাত পা মোজা পড়তাম আর উঠানে খড়ের আগুনে বসে আগুন তাপাইতাম, কখনো পা ধরতাম আগুনে কখনো হাত। রোদ উঠলে পাটি বিছিয়ে ডুবার পাড়ে বসতাম সবাই। আর খেঁজুরের রস খেতাম। আর আম্নার হাতের চিতই পিঠা দিয়ে কচু শাক অথবা ভর্তা খাইতাম। বিরুন ভাত আর ডিম ভূনা খাইতাম। খাওয়েনের কিছু না পাইলেও ছোডো বেলার শীত পাইলাম। তাই বলাই যায়, আমি পাইলাম ইহাকে পাইলাম।
আজ সারাদিন সূর্যই উঠেনি। বিকেল পর্যন্ত কুয়াশা ছিল। এমন দিনে কোনো কাজ করতেই ইচ্ছে করেনি। বিছানায় লেপের নিচেই ছিলাম। গোসলটা কোনমতে করছি।
০২। এটা বারান্দা থেকে (০৮ তলা)
০৩। আমার নয়ন তারা আর কুয়াশা আকাশ
০৪। ঐ দেখা যায় আবছা কমলাপুর রেল স্টেশন।
০৫। বড় বড় বিল্ডিং ঢেকে আছে কুয়াশায়
০৬। বাড়ীর মালিকের ফুল বাগান। সেখানে ঢুকা যায় না। তালা মারা।
০৭। কুয়াশার বিভ্রম
০৮। স্টেশনের ভিতরের ছবি
০৯। স্টেশনও দেখা যাচ্ছে না
১০। কয়েক বছরের মাঝে এবার বেশি শীতের দেখা পেলাম
১১। ঐ বড় বিল্ডিং আবছা দেখা যাচ্ছে
১২। বাংলাদেশ ব্যাংককেও গিলে ফেলার পায়তারা করছে কুয়াশা।
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৩ রাত ৮:২৫