০১। #ফুল_উপহার_দাও
ফুল দেখলে যে মন ভালো হয়-সেকি গো তুমি জানো না
কেনো তবে নিত্য তুমি-রঙ বাহারী ফুল আনো না?
চকলেট আনো বিস্কিট আনো-আনো সবজি হরেক রকম
ফুল ছাড়া সে আসলে তুমি-দিলে আমার লাগে জখম।
পিসিতে ফটোশপ নাই তাই নতুন কোনো ছবি নাই। পুরাতন ছবিগুলোই পোস্ট করতে থাকি নাকি? এগুলো বিভিন্ন সময় ক্যানন ক্যামেরায় তুলেছি। । ২০১৩ সালের ফটোও আছে তখন ইন্ডিয়ার পোনে গিয়েছিলাম কিন্তু সে ছবিটি কিন্তু সনি সাইবার সট দিয়ে তোলা।
ফুল দেখলে কার না ভালো লাগে। যারা ফুল ভালোবাসে না, তাদের মন ইট পাথর লোহা........মনের ভিতর অন্ধকার গুহা। আমার বারান্দায়ও কিছু ফুল ফুটে। সকালে উঠেই বারান্দায় যাই দেখি আমার লতাপাতারা কেমন আছে । ভালোই লাগে পাতাদের ছুঁয়ে দিলে। কথা না বাড়িয়ে ছবিগুলো দেখুন...... লিখা না পড়লে নাই ছবি দেখে খুশি থাকুন । ভালো থাকুন ফি আমানিল্লাহ।
০২। #সিম_রঙ_ফুল_হোক_না_প্রহর
গোলাপ রঙা শাড়ি দিবে, কিংবা বেগুনী রঙ
মুখ ফিরিয়ে করো নাতো-রঙ বাহারী ঢঙ,
বললেই পারো এই মৌসুমে-দিবে না আর কিনে
বর্ষা রঙা শাড়ি দিবে-আসছে শুভদিনে।
০৩। #তুমি_আমার_বেলী_জুঁই_শেফালী
হতে চাইলে নাকফুল তুমি- ছিলো নাতো মানা তাতে
ফুটতে পারতে নাইট কুইন-চুপি চুপি আঁধার রাতে।
কানের পাশা হতে চাইলে-বলেছিলাম ফুটে থেকো
ছুঁয়ে দিলে তোমায় একটু-আমায় তোমার বুকে রেখো।
০৪। #ডালিয়া_আমি_ডালিয়া
নাম'টি আমার ডালিয়া-আমি বড় দুষ্টু লাজুক
চাই আমি চাই আমায় দেখে
মনে সুখের বাজনা বাজুক।
নাম'টি আমার ডালিয়া-মিষ্টি মিষ্টি রূপের রঙ
হাজার রঙের বসন পড়ে
যাই করে যাই অনেক ঢং।
০৫। ঝাপসা আলোয় চিনে নিতে পথ, কষ্ট কি তোমার
তবে এসো তোমায় সবুজ আলোয় পথ চিনাবো!
অন্ধকারে থেকে যাও একাকিত্বে, কি পাও শুনি!
মুগ্ধতার ছোঁয়া গায়ে লাগাও নি-মুগ্ধ হতেও শিখো-নি
০৬। #রঙ_লেগেছে_মনে
রঙ বাসন্তি ফুলের ভিতর-মৌমাছিদের গুনগুন
মনের ভিতর সুর অনুরণ-গাইছে পাখি টুনটুন!
রোদের ছোঁয়ায় শিশির শুকায়-পাপড়ি মেলে ডানা
রঙ মেখে আজ উড়তে নীলে-নেইকো কোনো মানা।
এই ছবিটা তামীম তুলেছে
০৭। #কমলা_রাণী_চুপটি_বসে
তাকাও তাকাও গোলাপ পানে-আমার ছবি ফুলে
এক দৃষ্টিতে চেয়ে দেখো-চোখ তুলো না ভুলে!
কমলা রঙের শাড়ী পরে- বউ সেজেছি দেখো
কাছে এসে আমার তুমি-প্রেমের সুবাস মেখো।
(পোনের ছবি)
০৮। #ফুল_দিবে_না_ফুল_নিবে_না!
এই দেখো-না রোদ্দুর ছোঁয়া-রক্ত রঙ্গের ফুলে ফুলে
ফুলের রঙের ভালবাসা-তোমার জন্য রাখি তুলে!
ফুল ছুঁবে না মন'টা ছুঁবে-দাও না বলে চুপিচুপি
এই যে আমার রাঙা হৃদয়-তোমার তরে কেবল সঁপি।
০৯। #আয়্_না_পাখি
মনে আমার রঙ লেগেছে-দেখবি পাখি আয় না
দেখবি কি রঙ-দেখ্ না এই যে-আমার চোখের আয়না,
আমার চোখে চোখ'টা রেখে-দেখ না পাখি ধরা
তোর মনে যে লেগে আছে-এখনো তাপ খরা!
১০। #সরষে_ফুল_পিঠা_খাবে?
শুনো-কিছু সরষে ফুল তুলে নিয়ে এসো
আর কিছু আতপ চালের গুঁড়ো-
চালের গুঁড়ো আর সরষে ফুল ভেঙ্গে করে দিবো চুরমার
দুমড়ে মুচড়ে দিবো হাতের নরোম আঙ্গুলে......
লাকড়ির চুলোটা জ্বলুক- আপন মনে
আর আমি গরম তাওয়ায় ওদের দিবো সন্তর্পনে সঁপে
সর্বশেষ এডিট : ২৭ শে সেপ্টেম্বর, ২০২২ দুপুর ১২:২০