©কাজী ফাতেমা ছবি
ক্লান্তির ঘাম কপালে জমা হলেই বুঝে নেই সময়ের ওজন,
তাড়াহুড়ায় রিলাস্ক মোডে যায় না করা সকালের ভোজন,
এ করো, সে করো, এ রুম ও রুম, দৌঁড়ের উপর,
মাথায় বেঁধে নেই ব্যস্ততার অদৃশ্য টোপর!
এ যেনো সাদা কালো জীবন,
এ যেনো পেরেশানির ভুবন।
খুব ইচ্ছে চায়ের কাপে ঠোঁট লাগাই ধীরলয়ে
রিনিঝিনি সুর উঠুক হাতে বাঁধা হেম বলয়ে;
আর গল্পের বইখানা থাকুক সম্মুখ,
এমন প্রহর পেতে নিত্য রই অপেক্ষায় উন্মুখ!
সে মহেন্দ্রক্ষণ দেয় না মনমাঝে উঁকি,
চা পানেও তাড়াহুড়ো, নিতে হয় উত্তাপের ঝুঁকি,
মাখনে মোড়া চায়ের জল,
তাকিয়ে সুখে চোখ ছলোচ্ছল;
অথচ কর্ম সেড়ে নিয়ে দেখি ঠান্ডা জলে বিতৃষ্ণা উড়ে,
চায়ের উষ্ণতায় মন হয় না আর ফুরফুরে,
প্রশান্তি সে যেন দূর বহুদূরে।
তবুও ঠান্ডা চায়ের স্বাদ অভ্যাসের বুকে থেকে যায়
চুপসে যাওয়া বিস্কিটে কামড় পড়তেই ভাসি বিস্বাদের নায়;
সকাল দৌঁড়ায় পাগলা ঘোড়ায় চেপে,
তাড়াহুড়ো করতে গিয়ে উঠি কেঁপে;
চায়ের কাপে দুধের সর ভাসায় সময়ের ভেলা;
একদিন এ করেই সাঙ্গ হবে দুনিয়ার খেলা।
(২৩-০৮-২০২২)
সর্বশেষ এডিট : ২৩ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৪০