এই ছবিগুলো বিভিন্ন সময়ে স্যামসাং এস নাইন প্লাস মোবাইলে তোলা। কোনো কোনো ছবিতে স্প্রে করে ছবি তুলেছি। কিছু ছবি আমার আগের বাসার ছাদের বাগান। আমার কলিগ আপা বাগান করেছেন। দুলাভাইই মেইন যত্ন আত্তি করেন। ছাদে গেলেই ছবি তুলতাম অনেক। এখন সেই সুযোগ হারিয়েছি। বর্তমানের বিল্ডিং এর ছাদে কোনো বাগান নেই। মালিকের ছাদে দেখলাম বহু গাছ লাগিয়েছে যা তালা মারা থাকে। নিজের ছাদ হলে ইনশাআল্লাহ আমিও বাগান করবো ।
প্রকৃতির ছবি বলতে এই ফুলের ছবিই তোলা হয় বেশী। অনেকেই ভাবেন মনে হয়। ছেরি খালি ফুলের ছবি দেয় কা। ফুল কে না ভালোবাসে । ফুল দেখলে মন ভালো হয়ে যায়। ফুল ভালোবাসি। আল্লাহর সৃষ্টির অপূর্ব সৌন্দর্য ফুল লতা পাতা। যাই হোক আজ এইচআরডিতে শেষ দিন। নতুন ডিপার্টমেন্টে গিয়েই হয়তো সব সুযোগ সুবিধা পাবো না। তাই হয়তো ব্লগে বসা হবে না। ১৫ দিন রিক্রিয়েশন লীভ কাটিয়ে আজ জয়েন করলাম। জিএম স্যার আজকেই রিলিজ দিয়া দিলেন। অন্তত বৃহস্পতিবার পর্যন্ত থাকার ইচ্ছে ছিল কিন্তু থাকতে পারলাম না। যাই হোক নতুন কর্মস্থলে যেন সুনামের সাথে কাজ করতে পারি দোয়া করবেন সবাই। আমি একটু দুর্বল প্রকৃতির মানুষ। মনটা খারাপ হয়ে গেল। একটানা প্রায় ১৭ বছর এখানে ছিলাম। কেমন কেমন জানি লাগে। আমি তো আর অত মেধাবিও না। যাই হোক আল্লাহ ভরসা। মন থেকে কিন্তু দোয়া করবেন সবাই।
০২। ঝরা ফুল। এই ছবিটি ব্যাংক কলোনী স্কুল থেকে তুলেছি।
০৩। হলুদ গাঁদা ছাদ বাগানের ছবি।
০৪। এই পিঁপড়েগুলো আমার গ্রামের বাড়ীর। আমাদের ক্ষেতই ওদের বাড়ীঘর, তবে উনারা চুমু খেলে মাশাআল্লাহ......আরামই লাগে।
০৫। এই পলাশফুলের ছবিটি তুলেছিল বিমান বন্দর যাদুঘর থেকে।
০৬। এই গোলাপটিও ছাদ বাগানের।
০৭। ছাদবাগানের ফুল, এগুলার নাম জানি না sad স্প্রে করেছি
০৮। আমার ভালোবাসার নয়নতারা আহা! স্প্রে করেছি।
০৯। আরেক ভালোবাসা এগুলো। নাম সবাই চিনেন দেইখা কইতাম না কিন্তু।
১০। নীল অপরাজিতা,
সর্বশেষ এডিট : ১৬ ই মে, ২০২২ রাত ৮:১৫