somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কয়েক টুকরো বাংলাদেশ (ছবি ব্লগ প্রতিযোগিতা ২০২১)

১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
০১।



=হারিয়ে যায় সব আবেগ অতীতে=
মনের সিকেয় তুলে রেখেছি মেয়েবেলার সেই সব স্মৃতি
সেইসব স্মৃতি, যেগুলো হারিয়ে যায় ক্রমে কালের অতলে,
পাটের সিকে, তালপাতার পাখা,
পাটায় বাটা মশলার সাথে স্বাদের প্রীতি,
সেইসব স্মৃতিবেলা-রোদ্দুর দুপুরে স্বচ্ছ জলের পুকুরে
সুখ কুঁড়ানো ডুব সাঁতার খেলাচ্ছলে।

(ছবি তোলার স্থানঃ সোনারগাঁও, নারায়নগঞ্জ)
-------------------------------
বিভিন্ন সময়ে ক্যানন ক্যামেরায় তোলা আজকের ছবিগুলো। আশাকরি ভালো লাগবে আপনাদের । অগ্রিম জাজাকাল্লাহ/জাজাকিল্লাহ খাইরান। ভালো ও সুস্থ থাকুন ফি আমানিল্লাহ।

০২। একদিন পাহাড় ছুঁতে গিয়েছিলাম, স্বচ্ছ পাথর জলে পা ডুবিয়ে দাঁড়িয়েছিলাম পাহাড় ঘেঁষে, বন্ধ চোখে টেনে নিয়েছিলাম পাহাড় সুখ আর মুগ্ধতা। প্রকৃতির কোলে দাঁড়িয়ে কিছু ছন্দ তুলে রেখেছিলাম সুখের, মন কবিতার খাতায়। সেই সুখ ছন্দ আজও স্মৃতি হয়ে চোখের নদীতে ভাসে ডুবে, ডুবে ভাসে।



(ছবি তোলার স্থানঃ জাফলং)

০৩। =গাঁয়ের মাটিতে পা রাখলেই সুখ সুখ মনে=
পূর্বাশার আলো জেগে উঠলেই গাঁয়ের লোকেরা জেগে উঠে,
গরম চায়ে ঠোঁট রেখে ঘুমের আলসেমী কাটিয়ে ওরা ছুটে যায় মাঠে,
কর্মজীবি মানুষ, জীবনের তাগিদে ক্লান্তির পথে রোজ ছুটে
তবুও ওদের ঠোঁটে সুখের হাসি, কাজ শেষে সব ক্লান্তি ধুয়ে আসে পুকুর ঘাটে।



ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)

০৪। =বন্ধু যদি থাকো পাশে তুমি=
দুপুর রোদ্দুর, শুকনো পাতার পাহাড়-মর্মর সুর তুলে খুব হাঁটতে ইচ্ছে
যদি থাকো পাশে, খাঁখা বেলা হয়ে উঠে নরম পেঁজাতুলো মেঘ যেমন
সারি সারি বৃক্ষ, তরুলতার ফাঁক ফোঁকরে দুপুর রোদ্দুর ঝরে অঝোরে
ঠিক তখনো বিতৃষ্ণারা এসে ছুঁতে পারে না অল্প, যদি থাকো পাশে।

হোক না সে পথ দূর বহুদূর,
বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ মন ছুটে যায় সুর তোলে হাঁটি হাঁটি পা পা করে
অনুভূতিগুলো বুকের বামে সুখ গুঞ্জন তুলে, ধূলো উড়া পথ হয়ে উঠে
মুগ্ধতার রঙে মাখানো, মৃদু হাওয়ার হিল্লোলে আমি হয়ে উঠি
কল্লোলিনী, তুমি তুমি থাকো পাশে।



(ছবি তোলার স্থানঃ বোটানিক্যাল গার্ডেন)

০৫। =হাতীর পিঠে হলো সওয়ার রূপকথার রাজকুমার=
কোন বা দেশের রাজার কুমার, কোন বা দেশে থাকো?
কার স্বপ্ন'তে বিভোর, কাকে-মন ইশারায় ডাকো?
হাতীর পিঠে চড়ে ঘুরো, বনারণ্যে নিত্য,
তোমায় ঘিরে থাকে কুমার, দাসী বাদী ভৃত্য!



(ছবি তোলার স্থানঃ সোনারগাঁও, নারায়নগঞ্জ)

০৬। কতবার করে অনুনয় করি তোমায়, আমি চাই না নীল বিরহ
নীল বিষণ্ণ রঙ, চাই না নীল অপরাজিতা, নীল ডালিয়া
নীল গোলাপ অথবা নীল নিষাদ সুর, চাই না নীল চন্দ্রমল্লিকা
চাই না মন বাগানে উড়ুক নীল প্রজাপতি প্রেম;
তুমি আমার মনের শহর সাজিয়ে দাও
রক্ত জবা অথবা ঝুমকো জবা রঙে, কিংবা কৃষ্ণচুড়া রঙে,
দিতে পারতে শিমুল অশোক বা জারবেরা অথবা মনিকুন্তলা
ফুলে সাজিয়ে আমার মনঘর,
নিমেষেই রঙিন করে দিতে পারতে ভালোবেসে
কিছু রঙিন ফুল উপহার দিয়ে-কই তাতো করলে না
কেবল নীল বিষণ্ণতায় পুড়িয়ে মারো হরদম।



(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)

০৭। =সেই দিনের স্মৃতিগুলো ভেসে আসে বর্ষার জলে=
অতীতের এক কোণে এমন এক প্রহর ছিলো, যেখানে কাদাজলে মাখামাখি সময়,
পুকুরের জলে অথবা ডোবায় ডুব সাঁতার বেলা কিংবা
জলের নিচ থেকে তুলে আনা রূপালী নুপুর, আহা টেংরা পুটির নাচন
দলবেঁধে ঘোলা জলে হাঁটু ডুবিয়ে কাটিয়ে দেয়া প্রহরগুলো আজও যেনো কাছে ডাকে।



(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম, ধলাই নদী)

০৮। =কৃষকের হাসি বড্ড ভালোবাসি=
কপালের ঘাম টুপটাপ করে জলে পড়ে যাদের
তাদেরও ঠোঁটে দেখি তৃপ্তির হাসি,
কাদাজলে পা ডুবিয়ে সন্ধ্যা অবধি যারা বুনে যায় ফসল,
তাদেরও মনে সুখ রাশি রাশি,
তাদের সেই সুখ হাসি বড্ড ভালোবাসি।



((ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)

০৯। =সুখের স্মৃতি রাখবো তুলে সিঁকেয় করে হাঁড়িতে=
মন হাঁড়িতে সুখ রেখেছি, একটু নেবে তুমি?
করবে উর্বর প্রেমে আমার, তোমার বুকের ভূমি?
মন রেখেছি সিঁকেয় তুলে, নামিয়ে কী আনবে?
ভালোবেসে একটু আমায়, কাছে কী আজ টানবে?



((ছবি তোলার স্থানঃ বৃক্ষমেলা, আগাওগাও)

১০। এসো সারি সারি বৃক্ষ ছুঁয়ে হাঁটি অনন্ত পথ,
শক্ত করে ধরো হাত, ছাড়বে না আমায় করো শপথ,
এখানে মন রাখলেই তুমি মুগ্ধতায় হবে আচ্ছন্ন,
চোখে পুরে নাও সবুজ অরণ্য।
নিবিড় ছায়ার পথ ধরে চলো আমার সঙ্গে,
যদি কখনো ক্লান্তি ধরে ফেলে, চা খাবো দুজন বসে টঙে।



((ছবি তোলার স্থানঃ চুনারুঘাট চা বাগান)

১১। =চলো প্রকৃতির কাছে যাই=
পাদুকা খুলে ফেলো এবেলা, নেবে ধূলো মাটির স্পর্শ?
শহরের ক্লান্তি উড়িয়ে দাও, নি:শ্বাস টানো জোরে,
প্রকৃতির বুকে পা রেখে হয়ো না উদাস, মুখ রেখো না বিমর্ষ,
থেকো না আর এখানে বিষাদের ঘোরে!



(ছবি তোলার স্থানঃ ময়মনসিংহের ঢাকুয়া গ্রাম)

১২। =পুরোনো সভ্যত্যার পথে হাঁটলেই=
পুরোনো সভ্যতার পথে হেঁটে গেলেই কেমন যেনো রাজা রাণী ঘ্রাণ পাই;
আনমনা আমি, কল্পনার রাজ্যে হারাই;
পুরোনো সভ্যতার পথে গেলেই আমি দেখতে পাই রক্তের দাগ;
আনমনা আমি, ভাবি অথচ এখানেই ছিলো রাজা রানীর ভালোবাসা রাগ অনুরাগ।



(ছবি তোলার স্থানঃ পানাম সিটি, নারায়নগঞ্জ)

সর্বশেষ এডিট : ১৭ ই জুন, ২০২১ বিকাল ৪:৩২
৩৬টি মন্তব্য ৩৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোন দেশে ছাত্ররা পুর্ণাংগ রাজনৈতক দল গঠন করতে শুনেছেন?

লিখেছেন জেনারেশন৭১, ১০ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:১১



আপনার জীবনে, কোন দেশে ছাত্ররা রাজনৈতক দল গঠন করতে শুনেছেন? পাকি জল্লাদেরা দেশের মানুষকে ইডিয়টে পরিণত করে জংগী সংগঠন গড়ছে আমাদের চোখের সামনে?

ছাত্ররা যেই দলটি করতে... ...বাকিটুকু পড়ুন

সামুর ডার্ক ন্যাচার প্রতিযোগিতা!

লিখেছেন শূন্য সারমর্ম, ১০ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:৫৩








মানুষের ডার্ক ন্যাচার সমূহ নিয়ে পর্বাকারে পোস্ট দিতেন ব্লগার মি.বিকেল,অনেকেই পড়তেন ;কমেন্ট করতেন। কমেন্ট যারা করতেন তারা নিজেদের ভেতরে এসব খুজে বের করে, রিয়েলাইজ করে কমেন্ট করতো না;করতো অন্য কিছু।... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। গিলা-কলিজা বা লটপটি

লিখেছেন শাহ আজিজ, ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০০



এক সময় আমরা খুব গিলা কলিজা ভুনা পরাটা দিয়ে রসিয়ে রসিয়ে খেতাম । ঈশ্বর বিরক্ত হয়ে বাধা দিলেন । প্রেসার বাড়িয়ে হাইপারটেনশন চড়িয়ে দিলেন । ব্যাস গেলো ২৫... ...বাকিটুকু পড়ুন

সংবাদ শিরোনাম......

লিখেছেন জুল ভার্ন, ১০ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:১১



মাত্র ২০ টি
সংবাদ শিরোনাম....সিলেক্ট করেছিলাম। আপলোড হয়েছে ১০ টা। অবশিষ্ট দুর্নীতির শিরোনাম... ...বাকিটুকু পড়ুন

গ্রামীন ব্যাংক কোথায় নিচ্ছে ‼️ নোবেল বিজয়ী ড.ইউনুস⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১১ ই জানুয়ারি, ২০২৫ ভোর ৪:৪৫





সুযোগের অভাবে সততার পরিচয় দেওয়া এক প্রকার ভন্ড সুশীল এরা! গ্রামীন ব্যাংক নিয়ে তার নতুন চক্রান্ত শুরু করে দিয়েছেন।অর্থনীতির সংস্কার করতে গিয়ে আইএমএফের প্রেসক্রিপশন প্রয়োগ করা হচ্ছে ।... ...বাকিটুকু পড়ুন

×