©কাজী ফাতেমা ছবি
ভুলিনি স্যার ভুলবো নাতো, আমরা তোমায় কভু
চিরতরে গেছো চলে, হৃদে আছো তবু।
গল্প কথা আর উপন্যাস, পাঠকের মন খুঁজে
এখনো যে বইয়ের পাতায়, ভক্তরা মুখ গুঁজে।
হিমু বসে প্রহর গোনে, রূপা পরে শাড়ি
চাঁদ প্রহরের জোছনা মেখে, হিমু ফিরে বাড়ী
নীলা তিথি গল্পের মাঝে, পায় নিজেকে খুঁজে
শ্রদ্ধায় স্মরণ করে লেখক, যারা তোমায় বুঝে।
গৃহত্যাগী হতে কত, হয় পাঠকের ইচ্ছে
তুমি গল্প তুমি কাব্য, রূপকথারই কিচ্ছে,
জোছনা রাতি এলে সবাই, ভাবে তোমার কথা
কী অপরূপ বর্ণনার চাঁদ, ভুলে কবি ব্যথা।
শূন্যের মাঝে বাড়ি তোমার, কী হাহাকার বুকে
ঈদ মৌসুমে তোমার নাটক, আর দেখি না সুখে।
আর হবে না সৃষ্টি কভু, রহস্যময় গল্প
হয়ে গেলে লেখক তুমি, উপন্যাস এক কল্প।
অমর তুমি হয়ে আছো, হাজার মানুষ মাঝে
শ্রদ্ধা রাখি তোমার জন্য, বুকের ভাজে ভাজে।
দূরে থেকে কাছে সবার, কে বা এমন পারে
স্যার হুমায়ূন থেকো ভালো, তুমিও ওপারে।
July 19, 2019
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২১ সকাল ১১:০১