© কাজী ফাতেমা ছবি
নিমেষেই মন ফুরফুরে আজ একটি মাত্র খবরে,
আহা ভালো লাগার ক্ষণ আমার
হুড়মুড় করে ঢুকে পড়ি বাঁধাহীন-আমাদের প্রিয় বাড়ীতে,
যেখানটাতে আমরা সবাই একটি পরিবার থাকি
যেখানে গেলে ঝাল মিষ্টি তিতে স্বাদ নিয়ে ফিরি, ফেরার বেলায়।
শব্দে শব্দে বাক্যে বাক্যে চুয়ে পড়ে যেখানে হাসির ফোয়ারা
আহা আমাদের বাড়ী!
যেখানে হইহুল্লোড়, মন্তব্যের ঝড়, মান অভিমান আরও কত কী!
কল্প ডানায় উড়ে প্রিয় বাড়িটির উঠোনে দেশ বিদেশের সুখ পাখিরা
এসে নিত্য ভিড় জমাতো....
জমাবে হ্যাঁ ঠিক ভিড় জমাবে আবারও।
যে বাড়িটির উঠোন জুড়ে হতো কবিতার চাষ,
ছন্দ ছড়ায় ঝড়ে পরতো শব্দের মিহি সুর,
কখনো রসনার স্বাদ ছবিতে ছবিতে, কখনো ভ্রমণ চিত্র
কখনো মায়াময়ী গাঁও গেরামের ছবি আবার কখনো
শহরের চালচিত্র,
যদি বিষাদে ভরা থাকতো মন, নিদ্বির্ধায় চলে যেতাম
আমাদের সেই বাড়ীটিতে, আহা নিমেষেই উড়ে যেতো
যত বিষাদ ক্লান্তি বিষণ্ণতা বিতৃষ্ণা অবসাদ আর যত অতৃপ্তি
কত সুখ দু:খের গল্পে গাঁথা একটি পরিবার আমাদের!
অচেনা মানুষগুলো সহসাই এতটাই হয়েছিলো আপন,
দূরে থেকেও যেনো কাছে সবাই,
ভালোবাসার বন্ধনে আবদ্ধ আমরা থেকে যাই একসঙ্গে এখনো।
কিন্তু সহসা নেমে এসেছিলো দুর্দৈব রাহুর ঘুর্ণি,
উড়িয়ে নিয়ে যায় আমাদের সুখের থাকার বাড়ীটিকে,
তালাবন্দি আর শেকল পরিয়ে রাখে কেউ নিজেদের ইচ্ছেয়,
নিজেদের স্বার্থ চরিতার্থ করে ওরা হেসেছিলো উদ্ভট হাসি।
রাহু গ্রাসে বন্দি বাড়ীর আপনজনদের কিছুতেই টানতে
পারছিলেম না কাছে নিবিড়,
সবার মনেই দু:খ সুঁই হয়ে ফুটতো, কষ্ট কাটতো আঁচর বুকের বামে।
সব কষ্টের অবসান বুঝি হলো আজ, কেউ এসে সুখবর টানিয়ে দিলো
বাড়ির সদর ফটকের দুয়ারে, তাই না দেখে দেশ বিদেশের
পাখিরা উড়ে এসে বসলো বাড়ীর ছাদে.....
সবার চোখে মুখে মুক্তির স্বাদ, বাড়ী ফিরে পাওয়ার আনন্দ,
ঝড়ের মত একের পর এক চলে আসলো আনন্দের মিছিল,
সেই মিছিলে আমরা একের অপরের সঙ্গী,
আমরা একসাথে উঠাই বাঁধভাঙ্গার আওয়াজ,
"প্রিয় বাড়ী থাকুক রাহুমুক্ত,
বন্ধন হোক ভালোবাসার, মানবতার
ঐক্যবদ্ধ হয়ে থাকবো এখানে যুক্ত,
একে অপরের সাথ
সম্পর্ক হোক আরও পুক্ত।
=============================
শান্তিপ্রিয় সবাই-...। আর যেনো আমাদেরকে রাহুল কবলে না পড়তে হয়। একটু সহনশীলতার মাঝেই আমরা ব্লগিং করে যাবো। কারো মনে কষ্ট দিয়ে নয়, সুন্দর মন্তব্যের মাধ্যমেও মানুষকে শাসন করা যায়/যাবে।
১। শান্তি নিয়ে শান্তির পায়রা উড়ুক ব্লগাকাশে
২।
৩।
৪।
৫।
৬।
নেন এবার ধুমাইয়া পোস্ট করেন
আর কুপাইয়া মন্তব্য করেন.।
ছোট বড় কাউকে অবহেলা করবেন না।
আর শুনেন + কইয়া প্লাস না দেয়া কিন্তু ভালা না


ইতা নেটের ছবি কিন্তু.... আমার তোলা না। মুক্তির আনন্দে ডাউনলোড কইরালাইছি

সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:৪৮