আমি প্রথমেই ইমগোরে ছবি আপলোড করি । ইমগোরে সাইনআপ করে নতুন এলবাম ক্রিয়েট করতে হবে... এলবামের নাম দিয়ে অকে করুন .. নিচে ফটোতে দেখুন
এলবামের নাম দিলাম
তারপর ছবি আপলোডের আগে ছবির সাইজ ৮০০-৬০০.... নিচে দেখুন ফটোতে
তারপর.... পিসিতে থাকা ছবি এলবামে থেকে আপনার কাঙ্খিত ছবিগুলো আপলোড করতে সিলেক্ট করুন এবং অকে করুন । নিচের ফটোতে দেখুন
লক্ষ্য করুন পিসির ফটোর সাইজ (বড়)...। ফটো সিলেক্ট করে অকে করুন । নিচের ফটোতে দেখুন
আপলোড হয়ে গেলো । দেখুন ছবিতে.... ছবিটির লিংকের জন্য ছবির উপরে ক্লিক করুন । ছবি অপেন হলে সামুর জন্য ডাইরেক্ট লিংক কপি করুন। নিচে ছবিতে দেখুন
দেখুন ছবিতে । ছবিটি অপেনের পর ডানদিকে কতগুলো লিংক আছে সেখান থেকে ডাইরেক্ট লিংক কপি করে নেবেন
তারপর সামুতে এসে নতুন ব্লগ লিখুন এবং শিরোনাম দিয়ে প্রথমেই সামুতে থাকা আপলোড অপশন দিয়ে প্রথমে আপনার পিসি থেকে নতুন একটু ছবি আপলোড করুন...। আপলোড করার পর যে লিংকটি অটো পেস্ট হবে সেখান থেকে প্রথমে [img | এবং পরে ] এই চিহ্নটি রেখে বাকি লিংক মুছে ইমগোর লিংক পেস্ট করে দিবে ব্যস হয়ে গেলো বড় ছবি পোস্ট করার সিস্টেম। ছবিতে দেখে নিন নিচে
তবে [img | এই চিহ্ন ইমগোরে আপলোড করার লিংকে কপি করে পেস্ট করবেন এবং ]...শেষে এই চিহ্ন পিসি থেকে দিতে ভুলবেন না।
কোন সমস্যা হলে জানাতে ভুলবেন না
হ্যাপী ব্লগিং....।
সর্বশেষ এডিট : ১৫ ই মে, ২০১৬ রাত ৮:১৭