স্মৃতিগুলো জেগে উঠে আচম্বিতে....
০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
©কাজী ফাতেমা ছবি
-------------------------
মুগ্ধ সুন্দর দিনগুলি হায়!
কেমন করে যায় চলে যায়
স্মৃতিগুলো ধূসর মলিন
দৃষ্টি থেকে হলো বিলীন।
রোজ প্রভাতে শিউলী তলায়
মালা গেঁথে দিতাম গলায়
ঝুড়ি ভরতে ফুলে ফুলে
দুনিয়ার সব যেতাম ভুলে।
একটা দুইটা শিউলীর মালা
সাজাতাম হায়! মনের ঢালা
ফুলের গয়না হাতে কানে
পরে খুব সুখ লাগত প্রাণে!
শিশির ভেজা দূর্বাঘাসে
নগ্ন পায়ে শান্তি চাষে
হেঁটে হেঁটে প্রভাত বেলায়
রোদ্দুর হয়ে লাগতাম খেলায়।
কত শত দুষ্টুমিতে
ভেসে যেতাম সুখঊর্মিতে
প্রভাত দুপুর বিকেল সন্ধ্যা
সুখের স্পর্শে শান্তির তন্দ্রা....
দড়ির দোলনা গাছের ডালে
দুদোল দুলতাম তালে তালে
মুগ্ধ প্রহর আমার ছেড়ে
বিদায় নিলো হাতটি নেড়ে!
রাতআঁধারে জোনাক পোকা
বাঁশের ঝাঁড়ে থোকা থোকা
জ্বলত নিভত ঝুঁপআঁড়ালে
পালাতো সে হাত বাঁড়ালে।
চাঁদের আলো উঠোন জুড়ে
দৃষ্টি যেতো বহুদূরে
মিষ্টি আলোর প্রহরগুলো
স্মৃতির উপর পড়ল ধূলো!
ঝিঁঝি পোকার ডাকের চোটে
যেতো হঠাৎ নিদ্রা টুটে
হুক্কা হুয়া শিয়াল ডাকে
আঁখের ক্ষেতে ঝাঁকে ঝাঁকে।
কোথায় গেলো সে দিনগুলি
ক্ষ্ট মনে খেলছে হুলি
এত এত সুখের স্মৃতি
হয়ে রইল দু:খ-গীতি।
লিখতে গেলে সকল কথা
সময় নষ্ট হয় অযথা
আর যাবোনা স্মৃতির বাড়ি
স্মৃতির পাতায় টানলাম দাঁড়ি।
সর্বশেষ এডিট : ০৫ ই মে, ২০১৬ দুপুর ১২:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
যুক্তরাষ্ট্রের একটি বাংলা টেলিভিশন চ্যানেল হাসান মাহমুদের সাক্ষাৎকার প্রচার করেছে। আমি ভাবতেও পারি নাই উনি এতো তারাতারি গর্ত থেকে বের হয়ে আসবে। এই লোকের কথা শুনলে আমার গায়ের লোম...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
রাজীব নুর, ০৫ ই নভেম্বর, ২০২৪ সকাল ১১:১৮
দরিদ্র দূরীকরণে যাকাতের কোনো ভূমিকা নেই।
যাকাত দিয়ে দারিদ্রতা দূর করা যায় না। যাকাত বহু বছর আগের সিস্টেম। এই সিস্টেম আজকের আধুনিক যুগে কাজ করবে না। বিশ্ব অনেক...
...বাকিটুকু পড়ুন লিখেছেন
জুল ভার্ন, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ১২:১৫
শেখস্তান.....
বহু বছর পর সম্প্রতি ঢাকা-পিরোজপু সড়ক পথে যাতায়াত করেছিলাম। গোপালগঞ্জ- টুংগীপাড়া এবং সংলগ্ন উপজেলা/ থানা- কোটালিপাড়া, কাশিয়ানী, মকসুদপুর অতিক্রম করার সময় সড়কের দুইপাশে শুধু শেখ পরিবারের নামে বিভিন্ন স্থাপনা দেখে... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
প্রামানিক, ০৫ ই নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৮
শহীদুল ইসলাম প্রামানিক
১৯৬৮ সালের ঘটনা। বর আমার দূর সম্পর্কের ফুফাতো ভাই। নাম মোঃ মোফাত আলী। তার বিয়েটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার সৌভাগ্য হয়েছিল। বাবা ছিলেন সেই বিয়ের মাতব্বর।...
...বাকিটুকু পড়ুন ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত বিএনপি-জামায়াত আওয়ামী লীগের ওপর যে নির্যাতন চালিয়েছে, গত ১৫ বছরে (২০০৯-২০২৪) আওয়ামী লীগ সুদে-আসলে সব উসুল করে নিয়েছে। গত ৫ আগস্ট পতন হয়েছে আওয়ামী...
...বাকিটুকু পড়ুন