ক্যামেরা ক্যানন ডি৬০০
বরাবরে মতো এবারও আমাদের দেশের প্রকৃতির ছবি। এই ছবিগুলো হবিগঞ্জ যাওয়ার পথে পথে চলন্ত ট্রেন থেকে তোলা। ছবি সুন্দর আসার প্রশ্নই আসেনা । আর কিছু ছবি আমাদের গ্রামের এবং আমাদের বাড়ির গাছপালা/আনাছে কানাছে আজাইরা ক্লিকের মাধ্যমে উঠে এসেছে। আসলেই যে যাই বলুন গ্রামের মত শান্তি আর কোথাও নাই। যেদিকে যাই সেদিকেই গাছের ছায়া। ইচ্ছে হলেই ধপাস করে ঘাসের উপর বসে পড়া যায় কিংবা মন খারাপ হলে পুকুরঘাটে পা ডুবিয়ে বসে মাটির ঢিল সংগ্রহ করে পানিতে ঢিল ছুঁড়া যায়। বছরে একবার বাড়িতে যাই । বাড়িতে পা দিতেই শান্তি। ইচ্ছে হয় সারা বাড়ি শুধু দৌঁড়াই আর দৌঁড়াই এবং করিও তা........ নেট টিভি এসব থেকে কখনে যে সরে যাই গ্রামে গেলে। আর বকবক নয় আসুন হযবরল অফটোগ্রাফী ছবিগুলো দেখি মনের দৃষ্টি দিয়ে । যারা বিদেশ থাকেন তাদের ছবিগুলো দেখলে দেশে ফিরে আসতে মন চাইবে। কারণ আমার দেশের মাটি সোনার চেয়েও খাঁটি।
১। চলন্ত ট্রেন থেকে এই ছবিটি তুলেছিলাম বিকেল বেলা সূর্য তখন পশ্চিমে । সূর্যের বিশ্রাম টাইমে যাবা্র আগ মুহুর্তে । কি মায়াবী প্রহর সেটা ছিল....... সবুজ ধানের ক্ষেত্রে সূর্যের আলো পড়ে একটা আস্ত পতাকা বানিয়ে দিয়েছিল।
২। এই ছবিটা আমাদের বাড়ির পুকুর পাড় সংলগ্ন উঁচ ক্ষেত যাকে আমরা বিছরা বলি যেখানে ধানের চারার বীজন রোপন করা হয়। আমাদের আগামী প্রজন্ম ফুলবল খেলায় মত্ত। যেই আমার হাতে ক্যামেরা দেখল সবাই সুন্দর পোজ নিয়ে ঠাঁয় দাঁড়িয়ে।
৩। এই ছবিটাও চলন্ত ট্রেন থেকে তোলা তাই একটু ঝাপসা আসছে। আমাদের আগামী প্রজন্ম ক্রিকেট খেলছে মাটে। অবশ্য এক সময় এই দৃশ্যে আমিও ছিলাম। যখন ছোট ছিলাম, না ছোট না অনেক বড় বেলায়ও খেলেছি ওদের সাথে ফুটবল ক্রিকেট মারবেল ডাংগুলি, বউছি, রুমাল চোর....... ব্যাডমিন্টন মোটকথায় ডানপিটে যাকে বলে । কোন খেলায়ই বাদ ছিল না । সব খেলাই খেলেছি। যা এখনকার বাচ্চারা চিনেই না । আফসোস!
৪। চলন্ত ট্রেন থেকে তোলা....... সবুজের মাঝে দুটো কালো গরু....
৫। ট্রেনটা কোন এক জায়গায় থেমেছিল হয়তো....... সেখান থেকেই উঠানো। মাটির তৈজস পত্র যা মরতে বসেছে এখন।
৬। সবুজ ধান ক্ষেত । চাষীরা নিড়ানি দিচ্ছে বোধয়।....... এসব দৃশ্য দেখলেই কলিজা ঠান্ডা হয়ে যায়।
৭। গরু ঘাস খাচ্ছে। চলন্ত ট্রেন থেকে তোলা।
৮। লেবু ফুল আমাদের বাড়ির আঙিনায়
৯। ঝরা পাতার কাব্য......... আমাদের বাড়ির ছবি
১০। আমগাছে আমের মুকুল আসছিল তখন
১১। মুকুল/বউল
১২। বাঁশের পাতা আর আমের পাতার মিলনমেলা আর মাঝে নীল আকাশ।
১৩। এটা কালো জাম গাছ। কালের সাক্ষী হয়ে এরাই দাঁড়িয়ে থাকে প্রজন্ম থেকে প্রজন্মে
১৪। ঝরা পাতার আরেকটি দৃশ্য
১৫। ঝরা পাতায় মর্মর ধ্বনি তুলে কে তুমি পথিক যাও হেঁটে আমার বাড়ির আঙ্গিনায়?
১৬। জাম গাছ
১৭। বয়সের ভারে নুয়ে পড়েছে বয়সী পাতা...... কালের বিবর্তনে মর্মম গানে মিশে যাবে মাটিতে। ঠিক আমাদের মতই sad
১৮। শিমুল কুঁড়ি........ কয়দিন পরেই হয়তো ফুল এসেছিল। ফুলগুলো অনেক উঁচুু গাছে জুম করে তুলতে গিয়ে এই অবস্থা
১৯। আরেকটি ঝরা পাতার দৃশ্য।
২০। ট্রেন থেকে নেমেই বস্তা কাঁধে নিয়ে ছুটছেন আমাদের কোনো গাঁয়ের গৃহবধূ আর সাথে হয়তো কেউ আপনজন
২১। মাটির তৈজসপত্র/ যা হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ বিকাল ৪:১৮