দুরুত্বের কথা! সে শুরু থেকেই বুঝিনি ভাবছ?
আজ আচম্বিতে কেনো দুরত্ব নিয়ে কথা তুলছ?
কাছে ছিলে তাই থাক, কাছে থেকেও না হয় দূরে থাক
জীবন যাচ্ছে যাকনা, তোমার আমার সীমা সেই এক
মিশে যাব ক্ষয়ে যাব, ঘুরঘুট্টি আঁধারে মিলিয়ে যাব
চোখ মেলে তাকালেই আঁধার ছাড়া আর কি-বা দেখবে!!
নিরস অলস ক্ষণ সে কবে থেকেই চলছে ঝিমিয়ে
এখানে নেই উচ্ছ্বাস, আছে শুধু নির্লিপ্ততা অস্থিরতা
ঘূনে ধরা মন ঘুমে থেকে থেকে বিষন্নতায় ডুবেছে
নি:শ্বাসে ঘন কুয়াশা, ঝিমঝিম কষ্ট বুকের কোণে,
কিভাবে বলছ শুনি দুরত্ব নিয়ে কথা? কে বাড়িয়েছে?
মনের কাছে টানোনি কভু ঠেলে দিয়ে ভাল থেকেছ কি?
আজ তোমার সময় হয়েছে, আমি সেতো ভেসে গিয়েছি
ছিটকে পড়া হৃদয় আয়ত্বে আনার দিন ফুরিয়েছে।
থাকিনা এমন করে, শুনো আছিতো পাশেই আছি থাকি
কিছু লাগলে ডাকলে ছুটে আসব কথা দিলাম আমি
প্রয়োজন এখন যা, অকপটে বলে দিয়ো পেয়ে যাবে।
দিতে জানি নিতে নয়, কিছু চাইনে আমার, লাগবেনা,
ভালবাসার প্রহর ভেসেই গেছে নির্লিপ্ততার ঝড়ে
ভেঙ্গে গেছে মনঘর, অগুছালো থেকে থেকেই অভ্যস্ত
এভাবেই ভাল আছি, তুমি আমি কাছাকাছি খুব দূরে
অযথাই কেনো আজ ভাবছ, নুয়ে পড়ো বিষন্নতায়
মন ছুঁয়ে মন নেই তাতে কি, থাক পাশে অনন্তকাল।