আমরা যে কতটা ঘনিষ্ঠ ছিলাম, তা হয়ত অনেকেই জানেনা। অভিনয়ের অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে সালমান প্রায়ই আমাকে টেলিফোন করতো। আমি কিন্তু কখনোই বিরক্ত হইনি। অথবা একবারের জন্যও বলিনি, সালমান আমাকে বিরক্ত কোরো না। কারণ আমার মতে, জ্ঞান নিজের মধ্যে বন্দি করে রাখার বিষয় নয়। জ্ঞান হচ্ছে ছড়িয়ে দেয়ার জিনিস। তাই আমি প্রায়ই চেষ্টা করতাম সালমান কিংবা ওমর সানির মত তরুণ অভিনেতাদের মোটিভেশন দিয়ে সিনেমা শিল্পকে আরো উন্নত করতে।
কিন্তু হায়, যার জন্য এত কষ্ট করা, সেই তো রইলো না। আমাদেরকে দুঃখের সাগর কিংবা সমুদ্রে একা ফেলে চলে গেলো। কোনো বিচার পেলো না আমার বন্ধু সালমান। স্বাধীন দেশের মাটিতে এটা কি মেনে নেয়া যায়?
আজ অনেকদিন পর পুরনো কম্পিউটারে সালমানের সাথে আমার এই অন্তরঙ্গ ছবিটি পেয়ে গেলাম। বেশ ভালো লাগছে। মনে হচ্ছে, সালমান মরেনি। এই তো বেঁচে আছে আমার বন্ধুটি। দিব্যি শুয়ে শুয়ে বলছে, মারুফ ভাত খাবিনা?
হলে গিয়ে আমার ছবি দেখবেন। আমার অভিনিত সিনেমাগুলোর ডিভিডি কালেকশন স্বল্পমূল্যে কিনতে নিকটবর্তী সিডির দোকানে যোগাযোগ করুন ।
(সংগৃহীত)
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৮