আমার আগের কয়েকটি ব্লগে কিছু মুগ্ধ হবার মত ছবির বর্ণনা দিয়েছিলাম । এবারে, মোটামুটি একটি স্পটে এবং কয়েকটি মাত্র চরিত্রকে ব্যাবহার করে নির্মাণ করা কিছু অসাধারণ ছবির বর্ণনা দেয়া হবে ।
ATM : মধ্যরাতে প্রয়োজনবশত ATM Booth থেকে টাকা তুলতে যায় কয়েকজন বন্ধু । কিন্তু সেখানে কোন এক সাইকো কিলার তাদের ফাঁদে ফেলে। পরিস্থিতি আস্তে আস্তে খারাপ হতে থাক।
P2: একজন মেয়ে, একটি খালি অফিস বিল্ডিং আর একজন দারোয়ান। দারোয়ানের ডিনারের প্রস্তাব ফিরিয়ে দেয়া তার জন্য কাল হয়ে দাড়ায়। বড়দিনের ছুটিতে কয়েকদিন অফিস বন্ধ। এই সুযোগে প্রতিশোধ নেয়ার জন্য মেয়েটিকে বেসমেন্টে আটকায় দারোয়ান ভদ্রলোক।
Misery: প্রিয় লেখক Stephen King এর উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি। ঘটনাটি একজন লেখককে নিয়ে যিনি দুর্ঘটনার স্বীকার হয়ে বরফাচ্ছিদিত একটি নির্জন অঞ্চলে একটি বাড়িতে আশ্রয় নেন। বাড়ির একমাত্র ভদ্রমহিলা তার ভালই খেয়াল নিচ্ছিলেন। কিন্তু আস্তে আস্তে তিনি আবিষ্কার করতে পারেন ভদ্রমহিলা তার একজন সাইকো ভক্ত এবং তিনি তার হাতে বন্দি।
Raincoat: প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের ছবি। ব্যাপকভাবে critical acclaim লাভ করে ছবিটি। গল্পের নায়ক অজয় দেভগান যার বহুদিন পরে পুরাতন প্রেমিকার সাথে দেখা হয়। প্রকৃতপক্ষে দুজনই জীবনযুদ্ধে জর্জরিত হলেও একজন আরেকজনকে বোঝাতে থাকে সে সুখে আছে। ছবির প্রতিটা মুহূর্তে আবেগ ও অভিনয়ের খেলায় সত্যিই চোখ ফেরাতে পাড়বেন না।
Kaun: নন্দিত পরিচালক রাম গোপাল ভারমা পরিচালিত, চিত্রনাট্য অনুরাগ কাসাপ। ঊর্মিলার সাথে প্রিয় অভিনেতা মানজ বাজপাই। একজন সিরিয়াল কিলার শহরে ফেরারি ঘুরছে । বৃষ্টির দোহাই দিয়ে ঊর্মিলার বাসায় ঢোকা লোকটি সে অপরাধী হতে পারে বলে তার ধারনা । মাত্র ৩ জন মানুষকে নিয়ে নির্মিত এই ছবির শেষটা দেখে অবাক হয়েছিলাম।
সর্বশেষ এডিট : ২০ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮