আমাদের জীবনের সেরা স্মৃতিগুলোর মধ্যে হয়ত রয়েছে কিছু ছবি দেখার অভিজ্ঞতা । এমন কিছু ছবি আছে যেগুলো মৃত্যুর আগ পর্যন্ত ভুলবার নয়। এমন কিছু মুভি আছে যেগুলো দেখে কেবলই মুগ্ধ হয়েছিলাম । আজকে তেমন কয়েকটি ছবি নিয়ে প্রথম পর্বটি সাজালাম।
Gladiator
অনেকেই হয়ত দেখে ফেলেছেন । যুদ্ধের ছবির প্রতি বিশেষ অনিচ্ছা আছে । একারনে ছবিটি অনেকদিন কম্পিউটার এ পরে ছিল । অনেক প্রশংসা শুনেও দেখার ইচ্ছা হয়নি । শেষ পর্যন্ত দেখা হয়েছে মাত্র কিছুদিন আগে । প্রথমবারের মত নিজের প্রতি খুব রাগ হল , এই অসাধারণ ছবিটি দেখলাম আমি ১২ বছর পর !!! বিশেষ করে ছবির শেষের সিনটা আমি মোটামুটি ৩০ বারের মত দেখেছি । এখনও মাঝে মাঝে দেখি ।
OLDBOY
কুরিয়ান মুভি। একটা জাপানি কমিক থেকে গল্পটি এডপ্ট করা হয়েছিল । মুভিজগতে এমন মাস্টারপিস গল্প খুব কমই দেখা যায় । ছবিটিতে একজন লোকের জীবনী দেখানো হয় , যাকে ১৪ বছর একটি হোটেল এর কামরায় বন্দি করে রাখা হয় কোন কারন না জানিয়ে , যে কিনা বিশ্বাস করে সে এমন কিছুই করেনি যার জন্য তাকে এতবড় শাস্তি দেয়া যায় । তাকে হটাৎ একদিন ছেড়ে দেয়া হয় কোন ক্লু ছাড়া এবং বলা হয় , নিজেই কারন খুঁজে বের করতে । মূলত , এখান থেকেই আসল গল্প শুরু । মুভিটি হলিউড ইতিমধ্যে রিমেক করেছে । তবে দেখতে চাইলে কোরিয়ানটাই দেখুন ।
Life is Beautiful
আমার একমাত্র দেখা ইতালিয়ান মুভি । দ্বিতীয় বিশ্বযুদ্ধে হলোকাস্টের উপর নির্মিত একটি ড্রামা ফিল্ম । একজন মানুষের সন্তান ও পরিবারের জন্য ত্যাগ স্বীকারের গল্পটি আবেগাপ্লুত করে দেয়ার মত । ছবিটি দেখে সত্যিই এতটা মুগ্ধ হয়েছ বলার মত নয় । কাহিনি , অভিনয় , চিত্রনাট্য সবকিছুতে অনবদ্য । আমার দেখা সেরা গল্পগুলির নিঃসন্দেহে একটি । ছবিটি কয়েকটি কেটাগরিতে ৭১ তম অ্যাকাডেমি এ্যাওয়ার্ড জিতে নেয় ।
Sunny
আবারও কুরিয়ান মুভি । বন্ধুত্ত্বের ওপর মনে হয় এর চেয়ে ভালো ছবি বানানো সম্ভব নয় । সাতজন বান্ধবীর মধ্যে পুনর্মিলনির গল্প , যেখানে তাদের স্কুল জীবণ ফ্ল্যাশব্যাক করে দেখানো হয় । ছবিটির গল্প , নির্মাণশৈলী সত্যিই আপনাকে মুগ্ধ করবে । এখনও মনে আছে, ছবি দেখতে বসেছিলাম কোন এক্সপেক্টেশান না নিয়ে , ছবি দেখে রীতিমত মুগ্ধ হতে হল।
BOL
পাকিস্তানী মুভি । ধর্মীও গোঁড়ামি আড়ালে কিছু মেয়ে ও একজন সমকামীর গল্প । ছবিটি ব্যাপক ভাবে আমাকে নাড়া দিয়েছে । পাকিস্তানিরা এমন মুভি বানাতে জানে তা আগে ধারণা ছিল না । ছবির গল্প , মিউজিক সব মিলিয়ে অসাধারণ । পুরো ছবিতে অপলকে তাকিয়ে ছিলাম , আর শেষের দিকটা বেশ মন খারাপ করে দেয়ার মত। ছবির পোস্টার দেখে যদি ছবি না দেখার সিদ্ধান্ত নেন তাহলে সিউর পস্তাবেন ।
সর্বশেষ এডিট : ২৪ শে জুন, ২০১৬ সন্ধ্যা ৬:৪০