১১৪ জন (সরকারি হিসেব মোটে। আসল এ মৃতের সংখ্যা আরও বেশি ) নিহতের মধ্য দিয়ে তাজরিন ফ্যাশান নামক নামটি এখন ফেসবুক, ব্লগ মিডিয়ার ১ নাম্বার টপিক। সবাই এই তাজরিন ফ্যাশান নাম নিয়ে নিন্দা, ক্ষোভ আর শোক এ বাথিত।
কিন্তু আমার কিছু প্রশ্ন ছিল এই তাজরিন ফ্যাশান কে ঘিরে। অনেক কম বুজি কিনা তাই ।
এই ভয়াভহ অগ্নিকান্দের পর সবার মুখে তাজরিন ফ্যাশান এর নাম
তাজরিন ফ্যাশান এর কারণ এ এত গুলা মানুষ মারা গেল, তাজরিন ফ্যাশান এই মানুষ গুলা হত্যার জন্য দায়ী, তাজরিন ফ্যাশান জাতিকে একটা শক দিল, তাজরিন ফ্যাশান হান, তাজরিন ফ্যাশান তান, তাজরিন ফ্যাশান ব্লা ব্লা
সবখানে তাজরিন ফ্যাশান আর মালিক পক্ষ ????
তাজরিন ফ্যাশান এর মালিক কে?????????
কে এই মালিক পক্ষ ??????
এই মালিক পক্ষের কি কোন নাম নেই?????? কোন পরিচয় নেই ?????
তাজরিন ফ্যাশান এর ম্যানেজিং ডিরেক্টর কে ???? প্রোডাকশন ডিরেক্টর কে ????? কিউসি ম্যানেজার কে ???? তাদের নাম কি তাদের পরিচয় কেন মিডিয়াতে নেই ????
তাজরিন ফ্যাশান এর মালিক এর কি কোন ছবি নেই ???? তাজরিন ফ্যাশান এর মালিকের কি কোন বাড়ি, গাড়ি নেই সেই সব ডাটা কই ????
আমি এখন পর্যন্ত কোন চ্যানেল ও নিউজপেপার এ তাজরিন ফ্যাশান এর মালিক এর নাম পরিচয় পাইনি। তার কোন ছবি দেখেনি। তবে কি তাজরিন ফ্যাশান এর কোন মালিক কোন মানুষ বা মালিক বলে কেও নেই ??????? তার কোন নাম নেই??? তার কোন ছবি নেই ???
হে আমাদের মহান মানবতার অবতার মিডিয়া, সবখানে তাজরিন ফ্যাশান বা মালিক পক্ষ বলে কাটিয়ে দিছেন কেন ????
কেন আপনারা তাজরিন ফ্যাশান আর মালিক সহ সকল উচপদস্ত কর্মকর্তাদের নাম পরিচয় প্রকাশ করছেন না ????
কাদের বাঁচানোর মিশন নিয়েছেন আপনারা ?????
তাজরিন ফ্যাশান এর মালিক, ম্যানেজিং ডিরেক্টর, প্রোডাকশন ডিরেক্টর, কিউসি ম্যানেজার , লাইন ম্যানেজার (যে হারামজাদারা গেট এ তালা লাগিয়ে দিয়ে ছিল ) সবার নাম পরিচয় ছবি সহ মিডিয়াতে প্রকাশ করা হউক
আমারা ওই সব খুনিদের দেখতে চাই, তাদের বিচার জনগনের সামনে চাই ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১২ রাত ৯:০২