শিরোনাম দেখে সবাই হয়ত ভাবছেন যে বাংলাদেশ ক্রিকেট টিম এর কথা না। আমি বাংলাদেশ ক্রিকেট টিম এর কারণ এ কষ্ট পাইনাই। কষ্ট পেয়েছি আমাদের বাংলাদেশি দর্শকের কারণ এ। আজকে বাংলাদেশের জয় বা ড্র এর সম্বাবনা ছিল। কিন্তু বাংলাদেশ পারেনি। তাই বলে বাংলাদেশ ক্রিকেট টিম এর প্লেয়ারদের বাপ মা তুলে গালি দিতে হবে????? আপনি যদি এতই ভালবাসেন বাংলাদেশ ক্রিকেট টিম কে তাহলে কেন আপনি গালি দিবেন ওদের। ওরা আমাদের ভাই,সন্তান, বন্ধু। ওরা যা করছে আমাদের জন্য, আমাদের দেশের জন্য, তাহল ওরা কেন গালি খাবে??? কামন ফ্যান আপনি যে টিম এর খারাপ সময় এ আপনি টিম এর পাশে দাঁড়ান না???
আমার বিশ্বাস আমাদের চেয়ে সাকিব তামিম রহিম দের বেশি খারাপ লাগতে সে। কারণ ওরা আমাদের একটা ভাল ফলাফল এনে দিতে পারেনি
আপনাদের হয়ত অনেকের ২য় পসন্দের টিম আছে বাংলাদেশের পর। কারো ইন্ডিয়া কারো পাকিস্থান কারো সাউথ আফ্রিকা কারো অস্ট্রেলিয়া ব্লা ব্লা ব্লা
কিন্তু আমার কোন ২য় টিম নেই। বাংলাদেশ শুধু আমার টিম । আমি বাংলাদেশ ছাড়া কোন টিম ক্রিকেট এ চিন্তা করি না। আমার বিশ্বাস, আমার চেতনা, আমার প্রান, আমার অস্তিত্ব। বাংলাদেশ ক্রিকেট টিম এর বিরুধে কথা সহ্য করি না করব ও না।
হারি আর জিতি টাইগার রা ই আমার ভাই।
বিঃ দ্রঃ আজকে মিরপুর এর গ্যালারী অনেক মানুষ কে দেখলাম বাংলাদেশ ক্রিকেট টিম কে নিয়ে গালি গালাজ করতে সে। তাদের কাছে আমার প্রশ্ন " আপনার ভাই কে আপনি এমন গালি দিতে পারবেন ????

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





