প্রথম খেলার সরাসরি সম্প্রচার শেষ হলো। সম্পূর্ণ খেলায় টিভির স্ক্রীনের কোথাও কোন কোন দল খেলছে, কোন অর্ধের কতক্ষণ খেলা হলো, খেলার বর্তমান ফলাফল বা এ সংক্রান্ত কোন তথ্য লেখা দেখতে পেলাম না। একই সাথে মনে হলো স্টেডিয়ামের ছায়ায় বসে ধারাভাষ্য দেয়া সত্বেও ভাষ্যকরেরা গ্রীষ্মের খরতাপে একেবারে বাকরুদ্ধ হয়ে গিয়েছেন । তাদের মুখ দিয়ে আর কথা সরছিল না।
ডিস এবং ইন্টারনেটের কল্যানে আমরা অহরহ লাইভ খেলা দেখছি। হঠাৎ করে সেট অন করে অপরিচিত চেহারার খেলোয়াড় দেখে কখনও বিভ্রান্ত হতে হয় না। কারন স্ক্রীনে স্পষ্ট ভাবে দেয়া থাকে কাদের কাদের খেলা, কতক্ষণ হয়েছে এবং খেলার বর্তমান ফলাফল। ফলে এ সকল তথ্য জানার জন্য ভাষ্যকারদের মুখ চেয়ে বসে থাকতে হয় না!
বিটিভির অনেক আধুনিকায়ন হয়েছে । আগের মত এখন আর ক্যামেরার ঘাটতি নাই। ঘাটতি নাই আনুসংগিক যন্ত্রের ও। তবে মনে হচ্ছে কলাকুশলীদের সদিচ্ছার বা সেখানে যোগ্য লোকের অনেক ঘাটতি রয়েছে। আমাদের জাতীয় প্রচার মাধ্যমের এরূপ সাদামাটা (শুধু ফুটবল নয়, ক্রিকেটসহ সকল) সরাসরি সম্প্রচার অনেককেই ব্যাথিত করে চলেছে। কবে এই প্রচার মাধ্যম আবার তাদের সেই মানে (আন্তর্জাতিক) ফিরে যাবে/পাবে?
ব্লগের কেউ কি বিটিভির সংশ্লিষ্ঠ কাউকে একটু বলতে পারেন ?
সর্বশেষ এডিট : ২৯ শে এপ্রিল, ২০০৯ ভোর ৫:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




