এই হলো উরওয়াগি গেট....
এখন থেকে কেল্লা শুরু...পাহাড়ারে কোল বেয়ে রাস্তা...বেশ কিছু সোজা পথ উঠতে বেশ ভালোই কষ্ট হয়...
গোপাচলের ওপরে 35 ফুট উচুতে আর 2 মাইল লম্বা এই কেল্লা ভারতের সবচেয়ে সুরক্ষিত প্রসিদ্ধ হলেও গত এক হাজারেরও বেশি বছর ধরে অন্তত কুড়ি বার কেল্লা হাত বদল হয়েছে...
মানসিংহ প্রসাদ এই কেল্লার অন্যতম প্রধান আকর্ষন.. তোমার বংশের হাত ধরে এই কেল্লা নতুন রূপ ও পতিপত্তি লাভ করে৷ এদের মধ্যে নামী রাজা ছিলেন মানসিংহ তোমার৷ তিনি 1486 থেকে 1517 সালের মধ্যে এই প্রাসাদ নির্মান করেন..
প্রাসাদের ভিতরের কারুকার্য ও রঙ্গিন টালির কাজ চোখে পড়ার মতো...
ওপর থেকে গোটা শহর টাই দেখা যায়///
এই কেল্লার প্রায় সব মহল মাটির তলাই....তাই নিচে ছবি তোলা যায় না আলোর অভাবে...
কেল্লার সামনে আমি...