
স্কুলকলেজে থাকতে মারাত্বক বই পড়ুয়া ছিলাম। বাতিঘর নামের এক লাইব্রেরীতে গিয়ে সারাদিন বসে থাকতাম। নতুন কোন বই পেলেই পড়ে ফেলতাম। এক পর্যায়ে গিয়ে বাতিঘরের গার্ড পর্যন্ত যখন বাতিঘর থেকে বের হতাম তখন জিজ্ঞেস করা শুরু করল আজকে কয়টা শেষ হয়েছে। তো ২০০৯ কি ২০১০ সালের দিকে একটা অনুবাদ-বই পড়ে ভাবলাম, বাহ ভালোই তো অনুবাদ করেছে লেখক। খুঁজে বের করে তার আরও কয়েকটা অনুবাদ পড়লাম। অনেক পছন্দ হয়ে গিয়ে ছিল তার অনুবাদের ধরণ। তাই বছরখানেক পর যখন শুনলাম তার মৌলিক বই, তার উপর আবার ত্রিলার বের হয়ছে। খুঁজে বের করে পড়ে ফেললাম। এবং ফ্যান হয়ে গেলাম। সাথে সাথে বইয়ের চরিত্রগুলোর। বইটির নাম ছিল
নেমেসিস। লেখকের নাম ছিল
মোহাম্মদ নাজিম উদ্দিন। পরবর্তীতে যখনই তার নাম দেখেছি কোন বইয়ে, নিয়ে পড়েছি। বাতিঘরের রুবেল ভাইকে অনুরোধ করেছিলাম নাজিম উদ্দিনের বই আসলে জানানোর জন্য আমাকে। উনি আমার অনুরোধ রেখেছিলেন। তাই বেগ-বাস্টার্ড সিরিজের প্রত্যেকটা বই ই বের হওয়ার সাথে সাথে পড়া হয়ে গিয়েছিল।

তখন ও আমার ব্লগ নেই। খুব সম্ভবত ১৪/১৫র দিকে ব্লগ খুলেছিলাম। সিরিজের
বাস্টার্ড খ্যাত বাবলু ছিল পছন্দের চরিত্র। তাই তার নিক-টিকেই দিয়ে দিলাম ব্লগের নিক হিসেবে। তখন কোন ধারণাই ছিলনা আমার কাছে এই শব্দের অর্থ নিয়ে। পরবর্তীতে জানতে পারলেও খুব একটা পাত্তা দেইনি। কারণ সবাই তো আমার নাম
কিশোর মাঈনু দেখবে। বাস্টার্ড তো আর কেউ দেখছে না। পরে দেখলাম আমার লিঙ্কের মধ্যে বাস্টার্ড শব্দটা দেখাচ্ছে। পড়ে গেলাম বিপদে। এখন কি করি? লজ্জায় আবার লেখালেখি বন্ধ করে দিলাম। অনেক দিন পর আরেক দফায় এইবার প্রত্যাবর্তন করলাম ব্লগে। ভাবলাম বেগ-বাস্টার্ড সিরিজ এখন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সিরিজ। এমনকি এটা নিয়ে টিভি সিরিজ ও বের হয়ে গিয়েছে। এখন আর সমস্যা নেই, সবাই ই দেখার সাথে সাথে বুঝে ফেলবে এটা বেগ-বাস্টার্ড থেকে আসছে। কিন্তু না, এখনো সেটা খারাপভাবেই দেখায়। এবং এখনও আমার কাউকে লিঙ্ক পাটাতে গেলে বিব্রত লাগে। চেষ্টা করেছিলাম পরিবর্তন করার নিক-টি "
সহযোগিতা" থেকে। এটা দেখায়।

আমি জানিনা নিক পরিবর্তন করা আসলেই সম্ভব কিনা। এটা ও জানিনা সামু ব্লগের মডু কারা। যারাই হোক তাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। আমার পরিসংখ্যান মনে হয় না খুব একটা খারাপ। এবং সেই পরিসংখ্যানটিকে সামনে আর-ও উন্নত করার ইচ্ছা আছে। যদি সম্ভব হয়, আমার নিক-টি পরিবর্তন করতে সাহায্য করার জন্য আবেদন রইল। ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০২২ বিকাল ৩:৫১