প্রত্যেকটি জিনিসের মিনিমাম দুটি Point of View থাকে। কখনো কখনো তার ও বেশি।
আপনি কিছু পারছেন না, কেউ আপনাকে সেটা দেখিয়ে দিতে গেল। আপনি সেটাকে দুই ভাবে নিতে পারেন। এক, মানুষটা অনেক ভালো, সাহায্যপরায়ণ। অথবা, হারামজাদা নিজে পারে যে অইটা দেখাতে আসছে।
একটা মেয়ে একটা ছেলের সাথে ১ম ক্লাসেই Freely কথা বলা শুরু করল। আপনি এই চিন্তা করতে পারেন যে মেয়েটা Friendly, আবার এই চিন্তা ও করতে পারেন যে মেয়েটা লুইচ্চা।
বা একটা মেয়ে আপনার সাথে একদম-ই কথা বলছে না। হয়তো মেয়েটা ভাব নিচ্ছে, বা হয়ত মেয়েটা আপনার সাথে কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ নয়।
এখন কে কেমন চিন্তা করছে সেটা নির্ভর করে কে কেমন মানুষ, কার Mentality কেমন সেটার উপর। যারা ভালো মানুষ তাদের চোখে মানুষের ভালোটাই আগে চোখে পড়ে, খারাপ মানুষের চোখে খারাপটা।
নিজের ভুল স্বীকার করতে জানা, নিজের জায়গা বুঝতে শেখা, আরেকজনের দিকে এক আঙ্গুল তোলার আগে নিজের দিকে বাকি চার আঙ্গুল তোলা এইসবের মাধ্যমে প্রকাশ পায় আপনার Maturity। আমি ঠিক মানেই আরেকজন ভুল না, এটা বুজতে শেখার নাম Maturity.
সত্যিকারের Maturity আপনার বয়স, গোঁফ-দাড়ি, বা ফিগারে আসে না। Maturity হচ্ছে আমাদের চিন্তাধারার প্রতিফলন। আমাদের চিন্তাধারার কতটা উন্নতি হয়েছে তার উপর নির্ভর করে আপনি কতটা Mature হয়েছেন সেটা।
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৮:০১