MOGA- টাকলানুবাদ = মগা। হা হা হা। তাই নয় কি!
শব্দটা ছিল ‘মজা’ কিন্তু উপহাস অর্থে শব্দটা দাড়াল মগায়। এটা এমনি- তখনি মজা পাওয়া যায়, যখন কোন কিছুকে ছোট করে, অবজ্ঞা করে, পরিহাস করে, ব্যঙ্গ করে, বিকৃত করে, যা দেওয়া হয় তার প্রতিক্রিয়ার আগ মূহুর্তটাই মগা।
প্রতিক্রিয়াটা যদি অপর পক্ষের কাছে মনে হয় হ্যা সে ছোট, অবজ্ঞা করার মত, পরিহাস করার মত, ব্যঙ্গ করার মত, বিকৃতি করার মত তাহলে হাসি দিয়েই বুজিয়ে দেয়া যায়। এবং ঘটনাটির নাম হয়ে যায় মজা।
আরেকটু ক্লিায়ার করে দেই;
উপরের শব্দটি ছিল MOGA ভাষার দিক দিয়ে কিছুটা আনন্দ পাওয়ার জন্য সমান্য পরিমান বিকৃত করে সেটাকে ডাকা হলো মগা। পড়তেই কতটা হাসি পায় ! একটু খেয়াল করলেই বুজা যায় ভাষাটাকে কতটা ছোট করলেই কেবল এতটা মজা পাওয়া যায়।
শুধু ছোট না মজা নেওয়ার পেছনে লুকিয়ে থাকে যে কোন বিষয়ের উপর তার প্রত্যক্ষ দুর্বলতা। একটা দুর্বলতাকে ছোট করে/ পুজি করে আপনি মজা নিলেন, সবাই মজা পেল পাশাপশি সেও মজা পেল একদম বলদের মতন। না হয় নাই ! আবারো মজা নিলেন সবাই মজা পেল, সেও পেল কলুর বলদের মতন। এরপরও হয় নাই, তারপরও মজা নিলেন মানে তার দুর্বলতাকে আবারো ছোট করলেন- বাহ সবাই মজা পেল সেও পেল ভেজা বেড়ালের মতন।
আর কত ! মজা নেওয়ার জন্যে আর কত ছোট করলে, উপহাস করলে, বিকৃতি করলে মজার স্বাদ মিটবে ? বার বার মজা করলে রস্বাদের স্বাদটা কি তিতা হয়ে যায় না !
ক্লিয়ার ।