আম্রিকার সাহায্য নিয়া অনেক ব্লগারের চুলকানি হইতাসে দেখলাম! এগোরে কি দিয়া বুঝামু? আমাগো দ্যাশে একখান কথা প্রচলিত আছে-
"ভাত পায়না চা খায়
সাইকেল দৌড়াইয়া হাগতে যায়।"
ওদের অবস্থা হইসে সেরকম। আম্রিকা ছাড়া আ করতে পারেনা আর আইছে আম্রিকার সাহায্য লওন যাইবোনা বইলা ফতোয়া দিতে। কোনো বোদ্ধা কইতাসে আম্রিকা নাকি সুঁচ হইয়া আইতাসে ফাল হইয়া বাইর হওনের লাইগা। ওরা নাকি দেশ দখল কইরা ফালাইবো। ও মোর কপাল! কই যামু!
আরে বেডারা , আম্রিকা আমাগো দ্যাশ থেইকা কি নিব? যে কারণে হেরা দৌড়াইয়া আইবো? আরে আম্রিকা দুনিয়াডারেতো কারও কিছুর পরোয়া না কইরাই ভাইজ্জা খাইতাসে। অন্য বেকুব দ্যাশগুলান চাইয়া চাইয়া দ্যাহন ছাড়া কিছুই করতে পারতাছেনা। ইরাক আর আফগানের কথা ভুইল্লা গেসোনি? তখন কোন ছুতা লাগছিল আম্রিকার? কোনো দ্যাশ চাবায়া খাইতে ওগো কোনো ছুতা লাগেনি আবার? আর বাংলাডেশরে ওরা গনায় ধরে? শুনতে হয়ত খারাপ লাগল কিন্তু কতা ঐডাই সত্য। ৯১ তে আম্রিকার যেই জাহাজ আইছিলো হেইগুলান আম্রিকা থেইকা আহেনাই হেইগুলান আইসিলো কুয়েতের সীমান্তে যুদ্ধ জাহাজ গুলান। ওরা ফিরতেসিলো। আর এইবারের জাহাজগুলানও মিডলইস্টের সাগরসীমানা থেইকা আইছে। আম্রিকা থেইকা সাত সমূদ্র তের নদী পার হইয়া আসেনাই। তাই ত্রান নিয়া আসতে পারেনাই। ওরা আনতেসে সৈন্য আর ওভারক্রাফ্ট। ওভারক্রাফ্ট হইল পানি ও মাটিতে উভয় জায়গায় চলমান রাবারের একপ্রকার বিশেষ যান। যেইটা দুর্গম এলাকার জন্য বিশেষ উপকারি হইব যেমুন হইছিল ৯১তে। কাদা মাটির উপর দিয়াও চলবার পারে। এই প্রযুক্তি বাংলাদেশের নেভির নাই । খুবই এক্সপেনসিভ বইলা পৃথিবীর অনেক দেশেই নাই। এখন কন, আপনে আপনের ভুখা নাঙ্গা ভাই বোন বাঁচাতে ওগো সাহায্য নেওন ছাড়া চলবেন? আপনে কোমল পানীয় বেভারেজগুলান পান করেননা? আপনার বাচ্চারে রেডকাউ, ডানো খাওয়াননা? নেসক্যাফেতে চুমুক দিতে দিতে ব্লগাইতেছেননা?আপনার দেশের নির্বাচনের পর আম্রিকা সুষ্ঠ নির্বাচন হইছে না কওয়া পর্যন্ত কি সরকার মাইনা নেন? সি এন এন আর বিবিসি শুনেননা?বিশ্ব ব্যাংক আর আই এম এফ এর টাকা নেননাই? যেখানে পুরা বাংলাদেশ ভাসতাছে ওদের ঋৃনের উপর, আপনেরা হাবুডুবু খাইতাছেন আম্রিকার তলা বিহীন ঝুরির ভেতর, যেখানে আম্রিকা ছাড়া একটা নিঃশ্বাস ফালাইতে পারেননা সেখানে আইছেন তাগো সাহায্য না নিয়া বড় বড় কতা ফলাইতে? আপনাগো আর কি কমু?
অহন একটা লাইনই মনে আইতাসে---
ছাল নাই কুত্তার বাঘা ফাল!
সর্বশেষ এডিট : ২৪ শে নভেম্বর, ২০০৭ দুপুর ১:১২