ব্লগে আইসা কত কি দেখুম! মানুষ মইরা যাইতাছে আর একেকজনে লইয়া আইছে অমুক সাহায্য আর তমুক সাহায্যের কথা। কেউ কেউ ব্যানার ফেষ্টুন লইয়া মরতাছে। কে মরে কার রঙ্গে আর কানি মরে চৌক্ষের রঙ্গে! এইসব ঢেঁকিগো লইয়া যে কই যামু! কোনো কোনো ঢেঁকি পোষ্টের পর পোষ্ট দিয়া ভাসাইয়া ফালাইতাছে রেড ক্রীসেন্ট আর হমুক তমুকের মাধ্যমে টাকা পাঠানোর লাইগা। আরে বেটা, যেই লোক ব্লগ পড়তে আইছে, লেখতে আইছে হেই লোকে কি জানেনা কেমনে সাহায্য করন লাগব? যারা বিদেশে আছে হেরা যে যার বাড়িতে সাথে সাথে বাড়তি কিছু টাকা পাঠাইয়া দিলেইতো হয়। সাহায্য করনের সঠিক ইচ্ছা থাকলে আর অন্যের লাইগা বইয়া থাকতে হয়না।
যারা মরছে তারাতো মরছেই, হেগো লইয়া আর ফালাফালি না কইরা যারা বাইচ্যা রইছে হেগো লাইগা ভাবনের টাইমকি এহনও হয়নাই? এহনওকি স্বজন হারা মানুষগুলানের লাইগা হাতে কইরা কিছু লইয়া যাবার সময় হয়নাই? এহনওকি বইয়্যা থাকতে হইব রেডক্রিসেন্টের ঠিকানার লাইগা? আমারতো মনে হয় ব্লগের কোনো শালাই এহন পর্যন্ত রেডক্রীসেন্টের মাধ্যমে টাকা পাঠাইনাইকা। ওরাতো নিজেগো এলাকা আর আশেপাশের এলাকার মানুষগুলানের জন্য নিজেরাই ব্যাক্তিগতভাবে টাকা পাঠাইতে পারে।প্রথমদিন থেইকাই আমরা সব বন্ধুবান্ধব সহ নিজের ফ্যামিলির কাছে কিছু কিছু টাকা পাঠাইয়া দিছি যার যার গ্রামের মানুষগুলানরে নিজ হাতে ঘরবাড়ি তুইলা দেওনের টাকার লাইগা। আমার এক ডাক্তার বন্ধু ওর ভাইয়েরে কইছে নিজেগো ফার্মেসি থেইকা বিনামূল্যে পানি বিশুদ্ধকরন ট্যাবলেট আর স্যালাইন দিতে।
এইভাবে যদি মানুষ সবাই যার যা কিছু আছে তা নিয়া ঝাপাইয়া পড়ে তাইলে আর এই দূর্যোগ কাটাইয়া উঠতে বেশিদিন সময় লাগব না। অসহায়, প্রিয়জনের মৃত্যুতে পাথর হয়ে যাওয়া মানুষগুলানের মুখে অন্তত একটু হাসি ফুটানো যাইব। কিন্তু তা না কইরা আমরা ব্লগবাসী একজনের পিছনে আরেকজন লাইগাই রইছি আর কার চাইতে কার আইডিয়া বেশি সেইটা নিয়াই ভাবতাছি। হায়রে হারামখোরের দল! কার পোষ্ট টপে উঠব, কে বেশি দুর্গতগো লাইগা পোষ্ট দিছে , কার কথায় ধার বেশি, কে জামাতি কে ছাগললীগ এইসব নিয়াই বেশি বাড়াবাড়ি চলতাছে! বিপক্ষের কোনো ব্লগার ভাল কোনো কতা কইলেও তাতে যতই দুস্থদের জন্য ভালো কাজ থাকব,হেইডা হেরা মানতে রাজীনা । নিজে যা বুঝুম , নিজে যা করুম হেইডাও হেগো কাছে বেস্ট! আর বাকিসব বরাহনন্দন আর হরিদাশ পাল। বলি ঐসব বাইড়াইয়া আর কতকাল? এইবার একটু দ্যাশের দিকে নজর দাও। তোমরাযে কত ছিড়ু হেইডা তোমাগো আচরণ দেখলেই জানা যায়। যেই লোক সত্যিকারের উপকারের ইচ্ছা পোষন করে হেই লোক এত বকর বকর করেনা যে অমুকের আইডিয়া খারাপ, তমুকের কমেন্ট সব নাশ কইরা দিল, তমুক আছিল রাজাকার হের কতা হুনোন যাইবনা, অমুকের চৌদ্দগুষ্টি নাস্তীক হের সাহায্য লওন যাইব না। কই, ফিল্ডে নাইমা শালারা কার কোন উপকার করছত ক দেহি। এহানে আইয়্যা জনদরদী মারাও। এত করলাম সেত করলাম!
এহনও সময় আছে ভালো হইয়্যা যা। সত্যিকারের ভালবাস দেশেরে। হেই ভালবাসা দেখানোর লাইগা কাউরে রাজাকার আর কাউরে ভন্ড মুক্তিযোদ্ধাও কওন লাগব না। দেশ তোগো থেইকা এইডা আশা করেনা। দ্যাশ অহন চায় খাওন, পড়ন আর ঔষধ। লোক দেখানো পিড়িতীতে বজলু মহাজন মুতে!