১১. অবিমিশ্র সুখ মানুষের ভাগ্যে কখনোই লেখা হয় না।
১২. সুখ বাঁচিয়ে রাখতে সবচে' বেশি অস্বস্তি অনুভব করে মানুষ। যে কোন ছলছুতোয় সে দুঃখকে ডেকে আনে।
১৩. সুখের চেয়ে দুঃখের সঙ্গে বাস করতেই মানুষ বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কারণ অতিসুখে হাহাকার থাকে না।
১৪. কোন এক মুহূর্ত, অথবা কিছু দিনের বুকে খুশির সূচীকর্ম সারা জীবন টাঙিয়ে রাখার নাম জীবন।
১৫. বেঁচে থেকে যদি নারী কোন পুরুষকে ভালো না বাসে অথবা ভালোবাসা না পায় তাহলে তার জন্য কোন সুখের স্মৃতি থাকে না।
১৬. নিয়ম যা, তা চিরকালই নিয়ম।
১৭. মানুষ যত ক্ষমতার সিঁড়ি ভেঙ্গে ওপরে ওঠে তত সে বন্ধুহীন হয়ে পড়ে।
১৮. শাসন- শুনতে যতই খারাপ লাগুক যে মানুষের জীবনে শাসন করার মানুষ থাকে না তার মত অভাগা আর কে আছে!
১৯. পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের আচরণ নিয়ে কোন প্রশ্ন তোলাই ছোট মনের প্রকাশ।
২০. বাঙালির চরিত্র অধিকাংশ সময় তার বিপরীত আচরণ করে। করার মুহূর্তেও সে নিঃসাড় থাকে। যাকে সে চায় বা তীব্র কামনা করে তাকে পাওয়ার সময় আচমকাই তার ভেতরে এক দর্শক গজিয়ে উঠে যে নির্লিপ্ত হয়ে দেখতেই ভালোবাসে।
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:৩৫