বহুদিন পর ভালো লেগেছে বলা যায় এরকম একটা হিন্দি সিনেমা দেখলাম নাম তার Once Upon A Time In Mumbaai ।এর কাহিনী মুলত আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহীমকে ঘিরে তৈরি করা ।
কাহিনীটা এইরকম .................
অজয় দেবগান মুম্বাই শহরের ডন থাকে যে সমুদ্রপথে বিজনেস করে কিন্তু মুম্বাই শহরের কোন ক্ষতি করে না ।পুলিশ তার কিছুই করতে পারেনা পরবর্তীতে ইমরান হাশমি অজয় দেবগানের আন্ডারে কাজ শুরু করে এবং অজয় দেবগান কিছুদিনের জন্য অন্য শহরে যাওয়াতে ভারপ্রাপ্ত লিডারির দায়িত্ব পায় ইমরান হাশমি ।ইমরান হাশমি চায় পুরা শহর অজয় দেবগান আর ইমরান হাশমির কব্জাতে নিয়ে আসতে এবং অজয়ের অনুপুস্হিতে ইমরান হাশমি পুরা শহরে এাসের রাজত্ব কায়েম করে ।অজয় ফিরে আসার পর যখন জানতে পারে ইমরান হাশমি পুরা শহরকে নষ্ট করে দিয়েছে তখন অজয় দেবগান হাশমিকে থাপ্পর দিয়ে গ্যাং হতে বের করে দেয় ..........ইমরান হাশমি তখন অজয়কে মারার প্ল্যান করে পুলিশ সবকিছুই জানতো কিন্তু পুলিশ চেয়েছিলো কাটা দিয়ে কাটা তুলতে কিন্তু পরবর্তীতে ..... .......................................................
আর বাকীটা বললাম না তাহলে আর মজা পাবেন না দেখে ।
সিনেমার গানগুলোও ভালোই রাহাত ফাতেহ আলী খানের গানটা সবচেয়ে ভালো
অডিও ফরমেটে গানগুলো ডাউনলোড করতে এই লিংকে যান
মুভিটি ডাউনলোড করতে চাইলে Click This Link এই লীংকে যান কোয়ালীটি মোটামুটি ভালোই সাইজ মাত্ত ১৫৩ মেগাবাইট ।দেখতে পারেন