নারায়ণগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মানহানির অভিযোগ এনে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে নারায়ণগঞ্জের আদালতে একটি মামলা হয়েছে।
জেলা আইনজীবী সমিতির করা এ মামলায় পত্রিকাটির সাংবাদিক মিজানুর রহমান খানকেও বিবাদি করা হয়েছে। তার লেখা একটি কলাম কেন্দ্র করেই বুধবার এ মামলা হয়।
আইনজীবী সমিতির পক্ষে নারায়ণগঞ্জের বিচার বিভাগীয় হাকিম গোলাম কবিরের আদালতে এ মামলাটি করেন মহসিন মিয়া। তিনি সমিতির সমাজকল্যাণ সম্পাদক।
এতে আাইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৭ জনকে সাক্ষী করা হয়েছে।
আদালত বিবাদিদের এক মাসের মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন আইনজীবী সমিতির সম্পাদক খোকন সাহা। তিনি নারায়ণগঞ্জ শহর আওয়ামী লীগেরও সাধারণ সম্পাদক।
গত ১ ডিসেম্বর নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে জেলা আইনজীবী সমিতির নতুন কমিটির অভিষেকে প্রধান অতিথি ছিলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। ওই অনুষ্ঠান নিয়ে গত ১০ ডিসেম্বর মিজানুর রহমান খানের একটি কলাম ছাপা হয়।
খোকন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ‘অভিষেকে প্রধান বিচারপতি’ শিরোনামের ওই কলামে জেলা আইনজীবি সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক সম্পর্কে আপত্তিকর মন্তব্য করা হয়। জেলার সব আইজনীবীদের ‘ক্যাডার’ বলেও উল্লেখ করা হয়।
এতে জেলা আইনজীবী সমিতি ও আইনজীবীদের মান ক্ষুন্ন হয়েছে দাবি করে তিনি বলেন, এ জন্যই মামলা করা হয়েছে।
বর্তমানে দেশের জেলা জজ আদালতে বাৎসরিক অবকাশ চলছে। আদালত খোলার পর ‘ক্ষতিপূরণ’র চেয়ে আরেকটি মামলা করা হবে বলেও খোকন জানান।